বিশ্বস্ত সূত্রে খবর, গত মাসে মুম্বইয়ের মাধ আইল্যান্ডে এক ছাদের তলায় হাজির হয়েছিল দুই পরিবার ৷ আর সেখানেই বাগদান পর্ব সারেন মহাক্ষয় ও মাদালসা ৷ জানা গিয়েছে, আগামী ৭ জুলাই উটির হোটেল দ্য মোনার্কে মিমো ও মাদলসার চার হাত এক হতে চলেছে ৷ মাদালসা হলেন একজন বিখ্যাত দক্ষিণী অভিনেত্রী ৷ শোনা যাচ্ছে, মহাক্ষয়ের বিয়েতে বেশ কয়েকজন বলি তারকা হাজির থাকতে পারেন ৷
advertisement
মাদলসা শর্মা ও মহাক্ষয় ৷
সূত্রের খবর, এক্কেবারে বাঙালিরীতি মেনে বিয়ে হবে মিমো-মাদলসার বিয়ের হবে। মানে শুভদৃষ্টি থেকে মালাবদল, সিঁদুরদান সব হবে প্রথা মেনে। তবে পাত্রীকে বাঙালির কনের সাজে, নাকি দক্ষিনী ব্রাইডাল লুকে দেখা যাবে তা এখনও জানা যায়নি। এর জন্য অপেক্ষা করতে হবে জুলাই পর্যন্ত।
অনেকদিন ধরেই মিমো অর্থাৎ মহাক্ষয় এবং মাদালসার মধ্যে সম্পর্ক ছিল ৷ কিন্তু এই দুই তারকা তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ার সামনে মুখ খোলেননি তেমনভাবে ৷