TRENDING:

মাদালসার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মিঠুন-পুত্র মহাক্ষয়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উটি: সমস্ত জল্পনার অবসান ৷ উটির ‘দ্য মোনার্ক হোটেল’বহুদিনের বান্ধবী তথা দক্ষিণী অভিনেত্রী মাদালসা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মিঠুন-পুত্র মহাক্ষয় চক্রবর্তী ৷
advertisement

জানা গিয়েছে, আজ মঙ্গলবার ঘনিষ্ঠজনের উপস্থিতিতেই শুভকাজটি সেরে ফেলবেন মিমো এবং মাদালসা শর্মা৷

গত ৭ জুলাই তাদের বিয়ে হওয়ার কথা ছিল৷ কিন্তু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মিমোর বিয়ের আসরেই হাজির হয় পুলিশ৷ প্রথমে বিয়েতে রাজি হলেও বিয়ে বাড়িতে সকলের সামনে হেনস্থার স্বীকার হতে হয় পাত্রীপক্ষকে। ফলত বিয়ের আসর ছেড়ে চলে যান তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

এই আইনি ঝামেলায় বিয়েবাড়ি থেকে পাত্রীপক্ষ চলে যাওয়ার পরও আরও চিন্তা বেড়ে যায় মিঠুনের পরিবারের৷ পুলিশের কথায়, তদন্ত এখনও চলবে৷ বিয়ের আগে মাদালসার মা শিলা শর্মা এ বিষয় মন্তব্য করে বলেছিলেন, “বিয়ে যেদিন ঠিক করা হয়েছে সেই দিনেই হবে৷ ২০১৫ সালে মিমোর সঙ্গে মেয়েটির (অভিযোগকারিনী) দেখা হয়েছিল৷ সেটা আমরা জানতাম৷ মিমো ওর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছে৷ আর এখন ওই মেয়েটি মুখ খুলল কেন? এতদিন পর? বিয়ের ঠিক কয়েকদিন আগে? এতো অপেক্ষা করার কী ছিল? প্রত্যেকের একটা অতীত থাকে৷ আর আমরা জানি সত্যিটা কী৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
মাদালসার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মিঠুন-পুত্র মহাক্ষয়