শোনা যায় রীতেশ ও জেনেলিয়া অমর-প্রেমী! সেই ২০০৩ সালে 'তুঝে মেরি কসম' ছবিতে এক সঙ্গে কাজ করেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। ২০১২-তে বিয়ে। গতকালই ছিল তাঁদের বিবাহবার্ষিকী। আবেগঘন পোস্ট করেন দু'জনেই। তবে এমনভাবে চমকে দেবেন তাঁরা, তা ভাবা যায়নি। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু তাঁদের নিয়ে চর্চা।
advertisement
তবে কী সত্যিই দু'জনেই গর্ভবতী (Mister Mummy first look)? বিষয়টা খোঁজ নিতে গিয়েই সামনে এল আসল খবর। বহু বছর পর ফের পর্দায় ফিরছেন রীতেশ ও জেনেলিয়া। সেই ছবিতেই রীতেশ এবং জেনেলিয়া এক সঙ্গে গর্ভবতী। ছবির নাম 'মিস্টার মাম্মি'। এই ছবির পরিচালনা করছেন সাদ আলি। প্রযোজক ভুষণ কুমার।
এই ছবির গল্প অনুযায়ী ছোট বেলার বন্ধু জেনেলিয়া ও রীতেশ(Mister Mummy first look)। কিন্তু দু'জনের পছন্দ একেবারেই মেলে না। এই জুটির জীবনে ঘটে যায় এক চমৎকার। সেখান থেকেই বদলে যাবে গল্প। আর গল্পের এই টুইস্টেই গর্ভবতী হবেন রীতেশ দেশমুখ। দারুণ মজার গল্প। একটি সাক্ষাৎকারে জেনেলিয়া জানান, "আমার প্রথম ছবি রীতেশের সঙ্গে। আমার শেষ কাজটাও ছিল রীতেশের সঙ্গেই। তাই আমি ভেবেই রেখেছিলাম ফের পর্দায় ফিরলে রীতেশের সঙ্গেই ফিরবো। এই গল্পের স্ক্রিপ্ট পড়েই আমরা রাজি হয়ে যাই। দারুণ মজার একটি সিনেমা হতে চলেছে এই ছবি।" জেনেলিয়া একদম ঠিকই বলছেন, কারণ ইতিমধ্যে এই ছবির পোস্টার সুপারহিট।