TRENDING:

Mister Mummy first look: কী কাণ্ড ! গর্ভবতী রীতেশ দেশমুখ? একই সঙ্গে মা হবেন জেনেলিয়াও ! সামনে এল ছবি

Last Updated:

Mister Mummy first look: এক সঙ্গে গর্ভবতী হলেন রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডিসুজা ! দুই সন্তান থাকতেও কেন এই সিদ্ধান্ত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কী কাণ্ড রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) নাকি প্রেগন্যান্ট? হ্যাঁ ঠিক পড়েছেন। সত্যিই প্রেগন্যান্ট রীতেশ দেশমুখ। তবে তিনি একা নন তাঁর স্ত্রী জেনেলিয়াওGenelia D'Souza গর্ভবতী। তাঁদের দু'জনের ছবিই সামনে এসেছে। ছবি গর্ভবতী অবস্থার ছবি শেয়ার করেছেন রীতেশ ও জেনেলিয়া। কিন্তু তাঁদের দুই ছেলে তো রয়েছে। একজনের বয়স সাত। আর এক জনের বয়শ ৫। তবে এ আবার কী দু;জনে এক সঙ্গে গর্ভবতী? জেনেলিয়া গর্ভবতী হতেই পারেন। কিন্তু ছেলে হয়ে কী ভাবে গর্ভ ধারণ করলেন রীতেশ। অবশ্যই সাইন্সের সাহায্যে। কিন্তু কেন?
photo source collected
photo source collected
advertisement

শোনা যায় রীতেশ ও জেনেলিয়া অমর-প্রেমী! সেই ২০০৩ সালে 'তুঝে মেরি কসম' ছবিতে এক সঙ্গে কাজ করেন রীতেশ ও জেনেলিয়া। সেখান থেকেই তাঁদের প্রেমের শুরু। ২০১২-তে বিয়ে। গতকালই ছিল তাঁদের বিবাহবার্ষিকী। আবেগঘন পোস্ট করেন দু'জনেই। তবে এমনভাবে চমকে দেবেন তাঁরা, তা ভাবা যায়নি। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু তাঁদের নিয়ে চর্চা।

advertisement

advertisement

তবে কী সত্যিই দু'জনেই গর্ভবতী (Mister Mummy first look)? বিষয়টা খোঁজ নিতে গিয়েই সামনে এল আসল খবর। বহু বছর পর ফের পর্দায় ফিরছেন রীতেশ ও জেনেলিয়া। সেই ছবিতেই রীতেশ এবং জেনেলিয়া এক সঙ্গে গর্ভবতী। ছবির নাম 'মিস্টার মাম্মি'। এই ছবির পরিচালনা করছেন সাদ আলি। প্রযোজক ভুষণ কুমার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ছবির গল্প অনুযায়ী ছোট বেলার বন্ধু জেনেলিয়া ও রীতেশ(Mister Mummy first look)। কিন্তু দু'জনের পছন্দ একেবারেই মেলে না। এই জুটির জীবনে ঘটে যায় এক চমৎকার। সেখান থেকেই বদলে যাবে গল্প। আর গল্পের এই টুইস্টেই গর্ভবতী হবেন রীতেশ দেশমুখ। দারুণ মজার গল্প। একটি সাক্ষাৎকারে জেনেলিয়া জানান, "আমার প্রথম ছবি রীতেশের সঙ্গে। আমার শেষ কাজটাও ছিল রীতেশের সঙ্গেই। তাই আমি ভেবেই রেখেছিলাম ফের পর্দায় ফিরলে রীতেশের সঙ্গেই ফিরবো। এই গল্পের স্ক্রিপ্ট পড়েই আমরা রাজি হয়ে যাই। দারুণ মজার একটি সিনেমা হতে চলেছে এই ছবি।" জেনেলিয়া একদম ঠিকই বলছেন, কারণ ইতিমধ্যে এই ছবির পোস্টার সুপারহিট।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mister Mummy first look: কী কাণ্ড ! গর্ভবতী রীতেশ দেশমুখ? একই সঙ্গে মা হবেন জেনেলিয়াও ! সামনে এল ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল