রাজের 'আবার প্রলয়'-এ দেখা যেতে পারে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে। দীর্ঘ দিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। তবে কি এ বার ওটিটি-তেও হাতেখড়ি হতে চলেছে? নিউজ18 বাংলাকে তিনি বলেন, "রাজের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক দিন ধরেই অভিনয় করি। তাই হয়তো প্রস্তাবটা দিয়েছে। আমি নৈহাটিতে থাকি। রাজ হালিশহরের ছেলে। সেই বন্ধুত্ব থেকেই হয়তো ও এটা ভেবেছে।"
advertisement
আরও পড়ুন: 'আরআরআর' এর জয়ে আপ্লুত! 'নাটু নাটু'র হুকস্টেপে পা মেলালেন রাজামৌলি ও কিরাবাণী
তবে রাজের সিরিজে অভিনয়ের বিষয়ে এখনও কিছু মনস্থির করেননি পার্থ। তাঁর কথায়, "এই মুহূর্তে আমি একাধিক কাজ নিয়ে ব্যস্ত। তাই এখনও অভিনয়ের বিষয়ে কিছু ভেবে উঠতে পারিনি। তবে অভিনয় করলে সকলকেই জানাব।"
রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে 'আবার প্রলয়'। তবে এই সিরিজের সুবাদে প্রযোজকের জুতোয় পা গলাচ্ছেন পরিচালকে স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কি বিধায়কের সিরিজে দেখা যাবে রাজ্যের মন্ত্রীকে? এখন সেটাই দেখার।
