TRENDING:

Raj Chakraborty: বিধায়ক রাজের সিরিজে অভিনয় রাজ্যের মন্ত্রীর! তাবড় তারকাদের টেক্কা দিতে নয়া চমক

Last Updated:

Raj Chakraborty: বিধায়ক রাজের সিরিজে অভিনয় রাজ্যের মন্ত্রীর! তাবড় তারকাদের টেক্কা দিতে নয়া চমক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ওটিটি-তে হাতেখড়ি হচ্ছে রাজ চক্রবর্তীর। সিরিজের নাম 'আবার প্রলয়'। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শ্যুট। রাজের প্রথম সিরিজে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, সায়নী ঘোষ, জুন মালিয়ার মতো তাবড় তারকারা। তবে এখানেই শেষ নয়। এই তারকাখচিত কাস্টে থাকতে পারে আরও এক চমক। তৃণমূলের বিধায়কের সিরিজে দেখা যেতে পারে রাজ্যের মন্ত্রীকে।
advertisement

রাজের 'আবার প্রলয়'-এ দেখা যেতে পারে সেচ ও জলপথ মন্ত্রী পার্থ ভৌমিককে। দীর্ঘ দিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। তবে কি এ বার ওটিটি-তেও হাতেখড়ি হতে চলেছে? নিউজ18 বাংলাকে তিনি বলেন, "রাজের সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক দিন ধরেই অভিনয় করি। তাই হয়তো প্রস্তাবটা দিয়েছে। আমি নৈহাটিতে থাকি। রাজ হালিশহরের ছেলে। সেই বন্ধুত্ব থেকেই হয়তো ও এটা ভেবেছে।"

advertisement

আরও পড়ুন: ১৮ রিটেক, ৬০ দিনের কোরিওগ্রাফি, ২০ দিনের শ্যুট, গোল্ডেন গ্লোবজয়ী 'নাটু' নির্মাণের নেপথ্য কাহিনি জানেন!

আরও পড়ুন: 'আরআরআর' এর জয়ে আপ্লুত! 'নাটু নাটু'র হুকস্টেপে পা মেলালেন রাজামৌলি ও কিরাবাণী

তবে রাজের সিরিজে অভিনয়ের বিষয়ে এখনও কিছু মনস্থির করেননি পার্থ। তাঁর কথায়, "এই মুহূর্তে আমি একাধিক কাজ নিয়ে ব্যস্ত। তাই এখনও অভিনয়ের বিষয়ে কিছু ভেবে উঠতে পারিনি। তবে অভিনয় করলে সকলকেই জানাব।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের ব্যানারে মুক্তি পাবে 'আবার প্রলয়'। তবে এই সিরিজের সুবাদে প্রযোজকের জুতোয় পা গলাচ্ছেন পরিচালকে স্ত্রী অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। তবে কি বিধায়কের সিরিজে দেখা যাবে রাজ্যের মন্ত্রীকে? এখন সেটাই দেখার।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Raj Chakraborty: বিধায়ক রাজের সিরিজে অভিনয় রাজ্যের মন্ত্রীর! তাবড় তারকাদের টেক্কা দিতে নয়া চমক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল