TRENDING:

ছোটবেলায় ফিরে গেলেন মিমি, খালি পায়ে নদীর জলে জলকেলি ঘরের মেয়ের !

Last Updated:

আমরা যখন ছোটো থাকি, তখন মনে হয় কখন বড় হবো, বড় হলেই তো সব কিছু নিস্তার, বিন্দাস জীবন !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আমরা যখন ছোটো থাকি, তখন মনে হয় কখন বড় হবো, বড় হলেই তো সব কিছু নিস্তার, বিন্দাস জীবন ! কিন্তু যেই না বড় হওয়া, তখন কাজের চাপে জীবন প্রায় ওষ্ঠাগত ৷ ঠিক তখনই মনে হয়, ইশ.. আবার যদি ছোটোবেলার সেই দিনগুলোতে ফেরা যেতো !
advertisement

সেরকমই এক মুহূর্তকে নিজের মনে বন্দি করে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ৷ আর শুধু মনে কেন, ক্যামেরায় বন্দি করে, সেই ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করে ফেললেন তিনি ৷

তা ঠিক কী মুহূর্তকে বন্দি করলেন মিমি?

কয়েক আগে জলপাইগুড়িতে গিয়েছেন মিমি ৷ নিজের বাড়ি, নিজের শহরে, নিজের মানুষদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য ৷ আর এই নিজের মতো করে সময় কাটানোর মাঝেই ছোটবেলার স্মৃতিতে একেবারে ডুব দিলেন মিমি৷ বলা ভালো ছোটবেলার স্মৃতিতে পা ভেজালেন মিমি চক্রবর্তী !

advertisement

জলপাইগুড়ি পাহাড়ি খরস্রোতা নদীর জলে পা ডোবালেন মিমি ৷ জুতো খুলে খালি পায়ে নদীর ধারে রীতিমতো ছোটাছুটি শুরু করলেন ৷ জলের মধ্যে দিয়েই এপার-ওপার করলেন তিনি ৷ জলের আওয়াজে ফিরে গেলেন সেই পুরনো দিনে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মিমি এই ভিডিও দেখে নেটিজেনরাও আপ্লুত ৷ নায়িকাকে এরকমই ডাউন টু আর্থ থাকার অনুরোধ করেছেন সবাই ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
ছোটবেলায় ফিরে গেলেন মিমি, খালি পায়ে নদীর জলে জলকেলি ঘরের মেয়ের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল