সেরকমই এক মুহূর্তকে নিজের মনে বন্দি করে ফেললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী ৷ আর শুধু মনে কেন, ক্যামেরায় বন্দি করে, সেই ভিডিও ইনস্টাগ্রামেও শেয়ার করে ফেললেন তিনি ৷
তা ঠিক কী মুহূর্তকে বন্দি করলেন মিমি?
কয়েক আগে জলপাইগুড়িতে গিয়েছেন মিমি ৷ নিজের বাড়ি, নিজের শহরে, নিজের মানুষদের সঙ্গে একটু সময় কাটানোর জন্য ৷ আর এই নিজের মতো করে সময় কাটানোর মাঝেই ছোটবেলার স্মৃতিতে একেবারে ডুব দিলেন মিমি৷ বলা ভালো ছোটবেলার স্মৃতিতে পা ভেজালেন মিমি চক্রবর্তী !
জলপাইগুড়ি পাহাড়ি খরস্রোতা নদীর জলে পা ডোবালেন মিমি ৷ জুতো খুলে খালি পায়ে নদীর ধারে রীতিমতো ছোটাছুটি শুরু করলেন ৷ জলের মধ্যে দিয়েই এপার-ওপার করলেন তিনি ৷ জলের আওয়াজে ফিরে গেলেন সেই পুরনো দিনে ৷
মিমি এই ভিডিও দেখে নেটিজেনরাও আপ্লুত ৷ নায়িকাকে এরকমই ডাউন টু আর্থ থাকার অনুরোধ করেছেন সবাই ৷