একাকী চিকুর সৌধে ফুল, মোমবাতি, ধূপকাঠি নিয়ে স্মৃতিচারণ করেন মিমি। ইনস্টাগ্রামে সেই ভিডিও ভাইরাল হয়েছে। ২০২১ সালের এপ্রিল মাসে মিমির দীর্ঘদিনের সঙ্গী চিকু ক্যান্সারে মারা যায়। সেই সময় খুবই ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেই কথা তিনি জানিয়েও ছিলেন। শিশুদিবসে চিকুর জন্মদিনে স্মৃতিসৌধ তৈরি করেছেন মিমি।
আরও পড়়ুন: চিচিঙ্গা চেনেন? চিনে অবশ্যই সবজিটি খাওয়া শুরু করুন! ডায়াবেটিস থেকে দেহের চর্বি; সব কমবে
এদিন ইনস্টাগ্রামে সেই সৌধের ভিডিও শেয়ার করেছেন মিমি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘তুমি যেখানেই থাকো আমার ছেলে, মা তোমাকে ভালবাসে। রামধনু সেতুর ওপারে দেখা হবে।’ সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে নজর কেড়েছে এই ভিডিওটি। নেটিজেনের অনেকেই চিকু ও মিমির ভালবাসাকে সম্মান জানিয়ে পোস্ট করেছেন। চিকুর মৃত্যুর শোক কাটিয়ে উঠতে জুনিয়ার চিকুকে কিছুদিন আগে নিয়ে এসেছেন নিজের কাছে। এছাড়াও আছে ম্যাক্স। দুই ছেলে নিয়েই মিমির বর্তমান সংসার।
আরও পড়ুন: খেজুরের নামে চিনা জুজুবি ফল খাচ্ছেন না তো? কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার উপায় জানুন
পশুর স্মারক সৌধ দেখিনি বলেও অনেকেই পশুপ্রেমী মিমির প্রশংসা করেছেন। ১৪ নভেম্বরও বেশ কয়েকটি ছবি শেয়ার স্টোরিতে শেয়ার করেছিলেন মিমি। সেখানে দেখা গিয়েছিল চিকুর জন্মদিন পালন করা হচ্ছে। সামনে কেক রাখা, চিকুর মাথায় বার্থডে চুপি। এই ছবিতে মিমি লেখেন, শুভ জন্মদিন আমার রোদের মতো উজ্জ্বল ছেলে। তুমি যেখানেই থাক না কেন তোমার মা তোমাকে মিস করছে খুব।