TRENDING:

‘তোমায় মিস করছি’, এতদিন পর নিজেই মুখ খুললেন মিমি চক্রবর্তী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: তিনি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ৷ তাঁকে নিয়ে গুঞ্জন যে হবে, সেটাই তো স্বাভাবিক ৷ সে তাঁর নতুন সম্পর্ক হোক বা নতুন ছবি, সব নিয়েই খবরে সরগরম থাকে টলিপাড়া ৷ তিনি হলেন মিমি চক্রবর্তী ৷
advertisement

কিছুদিন আগে তাঁর পায়ে চোট লাগার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নায়িকা নিজেই ৷ সে সময় তিনি যে ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল- তাঁর পুরো পায়ে ব্যান্ডেজ করা। কিন্তু কীভাবে মিমির এই হাল তা জানা যায়নি। তবে মিমির পা দেখে স্পষ্ট যে তিনি পায়ে মারাত্মক চোট পেয়েছেন। টুইটারে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘আনপ্রেডিক্টেবল’। মিমি এখন পরিচালক বাবা যাদব পরিচালিত ‘ভিলেন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, বিরসা দাসগুপ্তর আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে।

advertisement

মিমি চক্রবর্তীর সেই ইনস্টাগ্রাম পোস্ট ৷

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

এত কমিটমেন্ট, ছবির কাজ ৷ তাঁর জন্য নিজেকে ফিট তো রাখতেই হবে ৷ এ জন্য রোজ নিয়ম মেনে শরীর চর্চাতেই বিশ্বাস রাখেন তিনি ৷ তবে এ বার জিম থেকে খানিক বিরতি নিতেই হবে ৷ সেই জন্য মনটা কিছুটা খারাপ তাঁর ৷ আর সে নিয়ে আজ ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন তিনি ৷ মিমি লিখেছেন, ‘‘আমি তোমায় মিস করছি #জিম ৷’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘তোমায় মিস করছি’, এতদিন পর নিজেই মুখ খুললেন মিমি চক্রবর্তী