কিছুদিন আগে তাঁর পায়ে চোট লাগার ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছিলেন নায়িকা নিজেই ৷ সে সময় তিনি যে ছবি পোস্ট করেছিলেন, তাতে দেখা গিয়েছিল- তাঁর পুরো পায়ে ব্যান্ডেজ করা। কিন্তু কীভাবে মিমির এই হাল তা জানা যায়নি। তবে মিমির পা দেখে স্পষ্ট যে তিনি পায়ে মারাত্মক চোট পেয়েছেন। টুইটারে এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন ‘আনপ্রেডিক্টেবল’। মিমি এখন পরিচালক বাবা যাদব পরিচালিত ‘ভিলেন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। অন্যদিকে, বিরসা দাসগুপ্তর আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে।
advertisement
মিমি চক্রবর্তীর সেই ইনস্টাগ্রাম পোস্ট ৷
এত কমিটমেন্ট, ছবির কাজ ৷ তাঁর জন্য নিজেকে ফিট তো রাখতেই হবে ৷ এ জন্য রোজ নিয়ম মেনে শরীর চর্চাতেই বিশ্বাস রাখেন তিনি ৷ তবে এ বার জিম থেকে খানিক বিরতি নিতেই হবে ৷ সেই জন্য মনটা কিছুটা খারাপ তাঁর ৷ আর সে নিয়ে আজ ইনস্টাগ্রামে একটি পোস্টও করেছেন তিনি ৷ মিমি লিখেছেন, ‘‘আমি তোমায় মিস করছি #জিম ৷’’