বৃন্দাবনের অলিতে গলিতে নানা সময়ই বাঁদর চোখে পড়ে। মিমির শেয়ার করা ভিডিওতেও তেমনি একটি বাঁদরকে দেখা যায়। মন্দির চত্ত্বরে সে ঘুরে বেড়াচ্ছিল। সে মূলত খাবারের জন্য ঘুরছিল। সেই রকমই একটি বাঁদর হঠাৎই মিমির মায়ের চশমা নিয়ে দেয় চম্পট। আর তার পিছন পিছন খালি পায়ে দৌড় দেয় অভিনেত্রীও। তারপর অবশ্য চলে নানা সাধ্য-সাধনা। কিন্তু সে সহজে চশমা দেওয়ার পাত্র নয়। শেষে বিস্কুটের বিনিময়ে সেটি ফেরত পওয়া যায়।
advertisement
আরও পড়ুন: টলিউডে এবার পরীমনি! সঙ্গে দোসর সোহম ও মধুমিতা, কবে মুক্তি পাবে তাঁর ছবি?
এই সময় অভিনেত্রী বলে, ‘সানগ্লাস কিঁউ লে লিয়া মেরা, ইয়ে খানে লাইক চিজ থোড়ি হ্যায়। মেরে চশমা দে দে ইয়ার’। চশমা ফেরত পেতেই, হো হো করে হেসে ওঠেন মিমি। তাঁর ভিডিও কমেণ্টে স্বস্তিকা দত্ত লিখেছেন, ‘একী একী!’ কারোর মন্তব্য, ‘বৃন্দাবনে এটা খুবই সাধারণ বিষয়। আমিও এমন ঘটনার মুখোমুখি হয়েছি। তবে সেল ফোন নিয়ে সাবধান!’