ফিল্ম ইন্ডাস্ট্রিতে মিমির সমসাময়িক অনেক নায়িকাই বিবাহিতা। একসঙ্গে সামলাচ্ছেন সংসার, সিনেমা! কিন্তু মিমি এখনও ‘সিঙ্গল’! স্বাভাবিকভাবেই ফ্যানেদের মনে তীব্র কৌতূহল, কবে সাত পাকে বাঁধা পড়ছেন ‘গানের ওপারে’- তারকা?
এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মিমি-ই! জানালেন, ” বিয়ে একটা সোশ্যাল ট্যাবু। একজন মেয়ে আর পাঁচটা মেয়ের মত সাধারণ হোক, কী রুপোলি দুনিয়ার অভিনেত্রী, আশপাশের সমাজ তাঁকে বোঝানোর চেষ্টা করে, বিয়েটাই জীবনের আলটিমেট লক্ষ্য। আমাকেও বাকি আর পাঁচটা মেয়ের মত সবসময় এই প্রশ্নের সম্মুখীন হতে হয়! কবে বিয়ে করছি? উত্তর হল, বিয়ে অবশ্যই করব! কিন্তু পাত্র কই?”
advertisement
এখানেই শেষ নয়! মিমি মজা করে বলেন, ” কেউ কি আমার জন্য সঠিক পাত্রের সন্ধান দিতে পারবেন? আমার বিয়ে নিয়ে সকলের এত মাথাব্যথা! কিন্তু পাত্রেরই তো ঠিক নেই! যাঁরা এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সম্পর্কের মধ্যে রয়েছেন, তাঁরা আগে ছাদনাতলায় যাক, চার হাত এক হোক। আমার যেহেতু কোনও পাত্র ঠিক করা নেই, তাই এই মুহূর্তে বিয়ের প্রশ্ন উঠছে না। যে মুহূর্তে বিয়ে ঠিক হবে, আমি সকলকে জানিয়ে দেব। এটা লুকোচুরির বিষয় নয়।”
খানিকটা খুন্ন হয়েই মিমি বলেন, ” বিয়েটা আমার জীবনের খুব ব্যক্তিগত একটা বিষয়, সিদ্ধান্তটাও খুব ব্যক্তিগত হবে। আমি যখন কারও ব্যক্তিগত জীবনে নাক-গলাই না, তাহলে মানুষের আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত ভাবনা কেন? যেহেতু আমি সেলিব্রিটি, তাই আমার জীবন নিয়ে দর্শকের উৎসাহ বেশি। কিন্তু আমি ” হ্যাপিলি সিঙ্গল’ অবশ্যই ‘রেডি টু মিঙ্গল’। আপাতত আমার চারপেয়ে সন্তানদের নিয়ে বেজায় খুশি আছি।”
আপাতত না হয় বিয়ে নয়! কিন্তু প্রেম? পুজোয় প্রেম? উত্তরে ‘ভিলেন’ স্টার জানালেন, পুজোয় তাঁর কখনওই প্রেম হয়নি। ছোটবেলা কেটেছে জলপাইগুড়িতে। তবে একটা জিনিস খোলসা করলেন নায়িকা। পুজোতে তাঁর নিজের প্রেম না হলেও চারপাশে তিনি এরকম প্রচুর প্রেম দেখেছেন যা কিন্তু পুজোতেই দানা বেঁধেছিল। মিমির নিজের দিদির ক্ষেত্রেও তাই হয়েছিল। পুজোর সময় দিদির প্রেমের পথ চলা শুরু। একইসঙ্গে মিমি বললেন, এ’বছর পুজোয় তাঁর সবচাইতে বড় প্রেম ‘রক্তবীজ’ -এর সংযুক্তা মিত্র। চরিত্রটিকে তিনি খুব ভালোবেসে লালন-পালন করেছেন।