TRENDING:

মনখারাপ নিয়ে মুম্বই থেকে জঙ্গলে ফিরলেন মিলিন্দ সোমন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই :  ইচ্ছে থাকা সত্ত্বেও দান করতে পারেননি প্লাজমা ৷ ফলে মন ভাল নেই মিলিন্দ সোমনের ৷ ইনস্টাগ্রামে সে কথা জানিয়েছেন এই অভিনেতা-মডেল ৷ মার্চে তিনি কোভিড আক্রান্ত হন ৷ তার পর থেকে কোনও এক পাহাড়ি জায়গায় দীর্ঘ নিভৃতবাসে ছিলেন তিনি ৷ সম্প্রতি মুম্বই এসেছিলেন ঝটিতি সফরে ৷ উদ্দেশ্য ছিল, কোভিড রোগীদের চিকিৎসার জন্য প্লাজমা দান ৷ কিন্তু তাঁর সেই ইচ্ছে পূর্ণ হয়নি ৷ কারণ মিলিন্দ জানিয়েছেন, তাঁর দেহে প্রয়োজনীয় অ্যান্টবডি না থাকায় প্লাজমা দান করতে পারেননি তিনি ৷
advertisement

ইনস্টাগ্রামে মিলিন্দ লিখেছেন, ‘‘ জঙ্গলে প্রত্যাবর্তন ৷ প্লাজমা দান করার জন্য মুম্বই গিয়েছিলাম ৷ কিন্তু দান করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিবডি নেই ৷ যদিও প্লাজমা থেরাপির কার্যকারিতা এখনও অবধি ১০০ শতাংশ প্রমাণিত নয় ৷ তবুও চিকিৎসকদের মতামত বলছে, এই থেরাপি সাহায্য করতে পারে ৷ তাই আমার মনে হয়, যে টুকু অমরা করতে পারি, সে টুকু অবশ্যই আমাদের করা উচিত ৷ ’’

advertisement

প্লাজমা দানের ক্ষেত্রে অ্যান্টিবডির স্বল্পতা যে অন্তরায়, সে বিষয়েও বলেছেন মিলিন্দ ৷ লিখেছেন, ‘‘শরীরে অ্যান্টিবডি কম থাকে সাধারণত সংক্রমণ কম হলে ৷ অর্থাৎ, আমি অন্য সংক্রমণকে যুঝতে পারি৷ কিন্তু অন্য মানুষকে সাহায্য করতে পারি না ৷ মন ভাল নেই৷’’

গত মাসেই প্লাজমা দান করার ইচ্ছে প্রকাশ করেছিলেন মিলিন্দ ৷বলেছিলেন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৷ তাঁর ইচ্ছে, কোভিড আক্রান্তদের সুস্থতার জন্য ব্লাড প্লাজমা দান করার ৷ তাঁর আশা ছিল, পরবর্তী ১০ দিনের মধ্যেই তিনি প্লাজমা দান করতে পারবেন ৷ কিন্তু সেই আশা পূ্র্ণ হল না ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মিষ্টির ময়দানে ছক্কা হাঁকাচ্ছে 'ছক্কা গজা', বাড়িতে কীভাবে বানাবেন? রইল রেসিপি
আরও দেখুন

কোভিড আক্রান্ত থাকার সময় মিলিন্দ নিয়মিত তাঁর সুস্থ হয়ে ওঠার খবর দিতেন অনুরাগীদের ৷ নিভৃতবাসে তাঁর সঙ্গী হয়েছেন স্ত্রী অঙ্কিতাও ৷ কিন্তু তাঁরা সামাজিক দূরত্ববিধি পালন করেছেন কঠোরভাবে ৷ মিলিন্দ সোমন করোনা নেগেটিভ হওয়ার পর তাঁর উদযাপনও অভিনব ৷ অঙ্কিতার সঙ্গে দৌড়ে তিনি করোনামুক্তি উদযাপন করেছেন ৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
মনখারাপ নিয়ে মুম্বই থেকে জঙ্গলে ফিরলেন মিলিন্দ সোমন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল