তাঁর ইনস্টাগ্রাম পোস্ট দেখে বোঝা যাচ্ছে যে ইদানিং সে ববেশির ভাগ সময় জিমে কাটাচ্ছেন। এর আগেও তিনি বেশ কয়েক ভিডিও সোশ্যাল মিডিয়েতে শেয়ার করেছেন যেখানে তাঁকে জিম করতে দেখা গিয়েছে।
দেখুন সেই ভিডিও—
গত বছর নভেম্বর মাসে নিজের বিয়ের কথা ঘোষণা করেন প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা। জানান, দীর্ঘদিনের বয়ফ্রেন্ড রবার্ট স্যান্ডবার্গ-এর সঙ্গেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন। তবে কাহানি তে হঠাৎই ট্যুইস্ট আসে যখন প্রায় দেড় বছর বাদে বিয়ের প্ল্যান ড্রপ করেন তিনি। এই বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্ণস্টার মিয়া খলিফা৷
কিছু দিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের প্রস্তুতির উষ্ণ ছবি শেয়ার করেছেন। আর সেই ছবিগুলি প্রকাশ্যে আসতেই তাতে লাইকের বন্যা! ছবি পোস্টে মিয়া লিখেছেন, ‘ব্রাইড’ হিসেবে কী পোশাক পরবেন।
উল্লেখ্য, এটি মিয়া খলিফার দ্বিতীয় বিয়ে ৷ এর আগে ২০১১ সালে নিজের এক স্কুলের বন্ধুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই তারকা ৷ কিন্তু ৫ বছরের মধ্যেই ভাঙন ধরে সে সম্পর্কে ৷ ডিভোর্সের পর এবার নতুন সঙ্গীর হাত ধরে জীবনের পথে এগিয়ে যেতে চলেছেন মিয়া ৷