আরও পড়ুন: ভয়ঙ্কর সুন্দর! সূর্যে পৌঁছে গেল নাসার মহাকাশ যান, কী আছে সেখানে?
এই কথাতেই প্রকাশিত হয়েছে, মিয়া কৃত্রিম ভাবে বক্ষযুগলের আকার পরিবর্তনের জন্য খরচ করেছিলেন প্রায় ১৩ হাজার ইউরো। তিনি নিজের মনেই কাল্পনিক কন্যাকে সে কথা জানিয়ে বলছেন, "মা বক্ষযুগলের অস্ত্রোপচার খরচ করেছে ১৩ হাজার ইউরো, নাকের জন্য খরচ করেছে ১৫ হাজার ইউরো। আমাকেও তাড়াতাড়ি টাকা জমাতে হবে।" মিয়াকে বলতে শোনা গিয়েছে, যেন তাঁর মেয়ে বলছে, মা, আমি বড় হতে একে বারে তোমার মতো দেখতে হতে চাই। তার উত্তরেই মিয়া এই কথা বলছেন।
advertisement
আরও পড়ুন: রাতের আকাশে উল্কাবৃষ্টি! কখন-কীভাবে দেখবেন অপূর্ব এই মহাজাগতিক দৃশ্য?
এই ভিডিওতে ইতিমধ্যে ২ হাজারের কাছাকাছি লাইক দিয়েছেন সাধারণ মানুষ। অনেকেই হেসে উঠেছেন মিয়ার কথায়। মিয়া অবশ্য লিখে দিয়েছেন, তাঁর শরীর নিয়ে মেয়ের সঙ্গে কথা বলতে অস্বস্তিই হবে। কিন্তু যদি কথা হয়, তা হলে এমনই উত্তর দেবেন তিনি। কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় মিয়াকে নিয়ে নতুন একটি খবর, যে তিনি নাকের অস্ত্রোপচার করেছেন। এর আগে দুর্ঘটনার মুখে পড়ায় নিজের বক্ষযুগলের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন মিয়া খলিফা। সে খবরও এসেছিল কয়েকদিন আগে।