আরও পড়ুন: কোটি কোটির সোনা-নীলা-পান্নায় মোড়া বেবি-বাম্প, প্রথমবার মা হতে চলেছেন রিহানা, দেখুন...
তবে ফ্যানদের দুঃখমোচন করেন মিয়া খলিফা (Mia Khalifa) নিজেই। ট্যুইটারে ১৯৭৫ সালের সিনেমা Monty Python And The Holy Grail-র ছবি দেওয়া একটি মিম শেয়ার করে মৃত্যুর গুজব সরিয়ে নিজের বেঁচে থাকার খবর প্রকাশ্যে আনেন। মিমে লেখা ছিল “I’m not dead yet! I feel fine”. অর্থাৎ, আমি এখনও মারা যাইনি। আমি বেশ ভাল আছি।' মিয়ার এই মিমের কমেন্ট সেকশন ভরেছে স্বস্তির চিহ্নে।
advertisement
উল্লেখ্য, মিয়া খলিফার ফেসবুকে ফলয়ারের সংখ্যা ৪.২ মিলিয়ন। যেদিন তাঁর প্রফাইল মেমরিয়াল পেয়ে পরিণত হয়ে গিয়েছিল, সেদিন তাঁর পোস্টের জায়গায় স্থান পেয়েছিল শ্রদ্ধা জানানোর একটি সেকশন। সেখানে তাঁর পরিবার এবং ফ্যানরা শ্রদ্ধা জানাতে পারবেন। তবে এটাই প্রথমবার কোনও তারকার ক্ষেত্রে মৃত্যুর গুজব ছড়িয়েছে, তা নয়। Arnold Schwarzenegger, Jackie Chan, Jim Carrey-সহ আরো অনেকেই শিকার হয়েছেন, বহাল তবিয়েতে বেঁচে থাকার পরেও।