TRENDING:

Abhishek Chatterjee and Sanjukta : আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?

Last Updated:

Abhishek Chatterjee and Sanjukta : ইস্মার্ট জোড়িতে অভিষেক-সংযুক্তার পর্বের অংশবিশেষ দেখে নেটিজেনদের মন আর্দ্র৷ ভিজে গিয়েছে চোখের কোণও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ভেবেছিলেন বিয়ে করবেনই না৷ কিন্তু পরিবার ও ঘনিষ্ঠজনের জোরাজুরিতে শেষমেশ রাজি হন৷ তখন বয়স গড়িয়ে গিয়েছে ৪৫-এ৷ কী করে প্রেমে পড়লেন সংযুক্তার? তাঁদের সফল সম্পর্কের রসায়নই বা কী ছিল?( Abhishek Chatterjee and Sanjukta’s Love journey) সব মন খুলে অভিষেক চট্টোপাধ্যায় বলেছিলেন স্টার জলসার ‘ইস্মার্ট জোড়ি’-র মঞ্চে(ismart Jodi)৷ অনুষ্ঠানের রেকর্ডিংয়ের ক্লিপ এখন ঘুরছে সামাজিক মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে৷ ইস্মার্ট জোড়িতে অভিষেক-সংযুক্তার পর্বের অংশবিশেষ দেখে নেটিজেনদের মন আর্দ্র৷ ভিজে গিয়েছে চোখের কোণও৷
advertisement

আগামী ৯ জুলাই অভিষেক-সংযুক্তার দাম্পত্যের ১৪ বছর পূর্ণ হত৷ কিন্তু তার আগেই অভিষেকের অকালবিদায়ে ভেঙে গেল জুটি৷ যে জুটি তৈরি করে দিয়েছিলেন ঈশ্বর, সেই বিশ্বাস ছিল তাঁদের দু’জনের মনেই৷ ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল তাঁদের ভালবাসার ভিত্তি৷ এই ভালবাসার সন্ধান পেতে অভিষেক ঠিক করেছিলেন তিনি বিয়ে করবেন বিনোদন দুনিয়ার বাইরের কোনও মেয়েকে৷

advertisement

জীবনসঙ্গিনীর খোঁজে প্রোফাইল খুলেছিলেন ম্যাট্রিমনিয়াল সাইটে৷ সেখানেই দেখেন সংযুক্তার ছবি৷ প্রাথমিক পরিচয়ের পর দু’জনের দেখা হয় ২০০৮-এর ৩০ এপ্রিল, অভিষেকের জন্মদিনে৷ আলাপের দু একদিনের মধ্যেই ঠিক করেন তাঁরা বিয়ে করবেন ৯ জুলাই৷ অর্থাৎ আলাপের মাস দুয়েকের মধ্যেই সম্পর্ক পৌঁছয় ছাদনাতলায়৷

আরও পড়ুন : দর্শকস্রোত দুপুর থেকেই, চৈত্রসন্ধ্যায় সুরের রোশনাইয়ে বাংলাদেশের হৃদয় জয় করলেন এ আর রহমান

advertisement

সঞ্চালক জিতের প্রশ্নের উত্তরে সংযুক্তা জানিয়েছেন অভিষেকের দীর্ঘ সময় ধরে পুজো অর্চনার অভ্যাস তাঁর ভাল লেগেছিল৷ সাইবাবার ভক্ত সংযুক্তা ঠিক করেছিলেন কোনও সাইভক্তকেই তিনি বিয়ে করবেন৷ তিনিও বরাবর সকালে দীর্ঘক্ষণ ধরে সাইবাবার পুজো করে এসেছেন৷ অভিষেক তাঁকে জানিয়েছিলেন, তিনি মাকালীর ভক্ত এবং তিনিও প্রতিদিন অনেক ক্ষণ ধরে পুজো করেন৷ দু’জনে দু’জনের এই অভ্যাস জানার পর বিয়ের সিদ্ধান্ত নিতে আর দেরি হয়নি৷

advertisement

আরও পড়ুন : দীর্ঘ দিন অতিরিক্ত পাউডারের ব্যবহার কি ক্যানসারের আশঙ্কা ডেকে আনে?

২০০৮-এর ৯ জুলাই সাতপাকে বাঁধা পড়েন অভিষেক ও সংযুক্তা৷ তাঁদের বিয়ের অনুষ্ঠানে বরকর্তা ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ কিছু দিন আগে সেকথা নিজেই স্মৃতিচারণে জানিয়েছেন প্রসেনজিৎ৷ আরও অনেকের সঙ্গে আমন্ত্রিত ছিলেন পরিচালক ঋতুপর্ণ ঘোষ৷ নিজের বিয়ের এটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন অভিষেক৷ সেখানে দেখা যাচ্ছে প্রয়াত পরিচালককে৷

advertisement

আরও পড়ুন :  সন্তানদের মধ্যে ঝগড়া থামাতে নাজেহাল? বাবা মায়েদের জন্য টিপস

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বিয়ের ছবির পাশাপাশি গত বছর বিবাহবার্ষিকী পালনের ছবিও শেয়ার করেছিলেন তিনি৷ সামাজিক মাধ্যমে তাঁর প্রোফাইলে শেয়ার করা পারিবারিক অন্যান্য ছবির সঙ্গে আজ এই ছবিও ফ্রেমবন্দি স্মৃতি৷ ঠিক সেরকম স্মৃতি হয়ে গিয়েছে লিফ্টে ওঠার সময় স্ত্রীর উদ্দেশে অভিষেকের বিদায় সম্ভাষণজনিত হাত নাড়ানোর মুহূর্তও৷ প্রতি বার বাড়ি থেকে বার হওয়ার সময় রোম্যান্টিকভাবে হাত নেড়ে স্ত্রীকে বিদায় জানাতেন তিনি৷ থাকত হাল্কা আলিঙ্গনও৷ তখন কে আর ভেবেছিল এত দ্রুত চিরতরে বিদায় জানানোর পর্বও চলে আসবে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee and Sanjukta : আলাপ ম্যাট্রিমনিয়াল সাইটে, কেন অভিষেককে ভাল লেগেছিল সংযু্ক্তার?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল