TRENDING:

অর্থ আত্মসাৎ মামলায় স্বস্তি! অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন

Last Updated:

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাঁকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী ও তাঁর ভাই। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেন বলে অভিযোগ। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

story-element”>

ঢাকা: জামিন পেলেন মেহজাবিন চৌধুরী ও তাঁর ভাই। ২৭ লাখ টাকা আত্মসাৎ-সহ হুমকির অভিযোগে জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানা। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী। রবিবার সন্ধেয় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তাঁরা আত্মসমর্পণ করেন তিনি।

আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বলেন, গত ১৬ মার্চ বাদী মামলাটি দায়ের করা হয়। মামলার অভিযোগে যা বলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। ঘটনাটি পুরো সাজানো। আসামি হিসাবে মেহজাবিন ও তাঁর ভাইয়ের যে ঠিকানা ব্যবহার করা হয়েছে, সেখানেও তাঁরা থাকেন না। আসামিরা তাঁদের বিরুদ্ধে সমন জারি হওয়ার বিষয়টি জানতেন না। পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাঁরা বিষয়টি জানতে পারেন।

advertisement

আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে আসামিরা হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আফরোজা তানিয়া গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
রাস্তায় নারায়ণ দেবনাথে'র অমর চরিত্ররা, হাওড়া কাঁপাল শিশুদের মহামিছিল
আরও দেখুন

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে মেহজাবিন তাঁকে নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন। এ প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লক্ষ টাকা নেন অভিনেত্রী ও তাঁর ভাই। পাওনা টাকা চাইতে গেলে নানা অজুহাত দেন বলে অভিযোগ। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অর্থ আত্মসাৎ মামলায় স্বস্তি! অবশেষে আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন মেহজাবিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল