Times Now-কে দেওয়া এক সাক্ষাৎকারে মীজানকে প্রশ্ন করা হয়, বিপরীতে বড় অভিনেত্রী থাকলে কাকে তিনি পছন্দ করবেন, উত্তরে অভিনেতা জানান, "দীপিকা পাডুকোন। আমার মনে হয় পুরোটাই নির্ভর করবে চরিত্র ও গল্পের উপর। যদি বড় কারও সঙ্গে অন স্ক্রিন রোম্যান্স করতে হয় গল্পের চাহিদায় তা হলে আমার কোনও সমস্যা নেই। আসলে সিনেমাটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগে সিনেমার গল্প নিয়ে ভাবতেই বেশি পছন্দ করব। পরে বাকি এগুলো ভাবা যাবে।" দীপিকা ছাড়াও মীজানের রোম্যান্সের পছন্দের দিক থেকে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor), তারা সুতারিয়া (Tara Sutaria)-ও রয়েছেন তালিকায়।
advertisement
বর্তমানে হাঙ্গামা ২ (Hungama 2) সিনেমায় কাজ করছেন তিনি। এই ছবিতে কাজ করার অভিজ্ঞতাও শেয়ার করেন অভিনেতা। জানান, তাঁর কো-স্টার শিল্পা শেট্টি কুন্দ্রা (Shilpa Shetty Kundra) ও পরেশ রাওয়ালের (Paresh Rawal) সঙ্গে কাজ করতে প্রথমে ভয় পেয়েছিলেন, নার্ভাস ছিলেন। পরে সেই ভয় কাটে। তিনি বলেন, "শিল্পা অত্যন্ত মিষ্টি একজন অভিনেত্রী এবং খুবই সাপোর্টিভ।"
হাঙ্গামা ২-এ কাজের অভিজ্ঞতার কথা বলতে দিয়ে তিনি আরও বলেন, "যেহেতু এই দুজনই আমার থেকে অনেকটা সিনিয়র তাই আমি শুরুতে বেশি মিশতে পারিনি, নার্ভাস থাকতাম। আমি ভাবতাম তাঁদের সঙ্গে কথা কী ভাবে বলব, তাঁদের সঙ্গে সম্পর্ক কী ভাবে তৈরি হবে। মনে হত ক্যামেরার বাইরে কি তাঁরা আদৌ কথা বলবেন?পরে সে ভুল ভাঙে। শিল্পা এমন একজন মানুষ যিনি সব সময় তাঁর আশপাশের মানুষকে সদর্থক মনোভাবে দেখেন এবং তিনি থাকলে এনার্জিও পাওয়া যায়। তিনি যখন কাজ শুরু করলেন তখন থেকেই সেই ভয়টা কেটে গিয়েছিল।"
উল্লেখ্য, মীজান সঞ্জয় লীলা বনশালির (Sanjay Leela Bhansali) প্রযোজনায় মলাল (Malaal) সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন। পরবর্তী সিনেমা হাঙ্গামা ২। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ছবিটি। আগামী শুক্রবার থেকে দেখা যাবে Disney Hotstar-এ।