কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন তিনি। কলকাতাতেই মৃত্যু হয়েছে কুমার সাহানির। গতকাল রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন পরিচালক। গত কয়েক মাস ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি।
১৯৪০ সালে জন্ম কুমার সাহানির। পুণে ফিল্ম ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে চলচ্চিত্র নিয়েই পড়াশোনা তাঁর। ১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি পরিচালক রবার্ট ব্রেসনের ‘এ জেন্টল ক্রিয়েচার’ ছবিতে তাঁকে অ্যাসিস্ট করেছিলেন। পরিচালক প্যাসোলিনি এবং আন্দ্রেই তারকভস্কির সঙ্গে কুমার সাহানির ছবি তুলনা করা হত কারণ তিনি সেই ফর্মালিস্ট ছবির ধারা অনুসরণ করেছিলেন।
advertisement
‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘খেয়াল গাথা’, ‘কসবা’ এবং ‘চার অধ্যায়’ তাঁর বিখ্যাত ছবিগুলির মধ্যে কয়েকটি। কেবল নির্দেশক নন, কুমার সাহানি উচ্চপ্রশংসিত সাহিত্যিকও। তাঁর ‘দ্য শক অফ ডিজায়ার অ্যান্ড এসেস’-এর মতো কাজগুলি থেকে যাবে। তিনি চলে গেলেও তাঁর কাজ আগামী আরও একাধিক প্রজন্মের পরিচালকদের অনুপ্রাণিত করে চলবে যুগের পর যুগ।