ফাওয়াদ আগেই নিশ্চিত করেছিলেন যে তিনি মার্ভেল সিরিজে রয়েছেন। মিস মার্ভেল মুক্তি পাবে ৮ জুন। ফিল্ম কম্প্যানিয়নের একটি সাক্ষাত্কারে ফাওয়াদ নিশ্চিত করেন যে তিনি মার্ভেল প্রকল্পে কাজ করছেন। “হ্যাঁ, আমি আছি। অস্বীকার তো করতে পারব না, এখন তো আর মিথ্যেও বলতে পারব না কারণ তাঁরা নিজেরাই খবরটা প্রকাশ করেছেন,” বলেন ফাওয়াদ।
advertisement
আরও পড়ুন- শ্বশুর হলেন অস্কারজয়ী এ আর রহমান! অন্তরঙ্গ অনুষ্ঠানে নিকাহ সম্পন্ন মেয়ে খাতিজার
মিস মার্ভেলের ট্রেলারটি এই বছরের শুরুতেই প্রকাশিত হয়েছিল। কমলা খান ওরফে মিস মার্ভেল হিসেবে অভিনয় করবেন ইমান ভেলানি। সাধারণত টিন এজ কিশোর কিশোরীরা যে যে সমস্যার সম্মুখীন হয় কমলাকে সেই সব সমস্যার মধ্যে দিয়েই যে যেতে হয় এমনই আভাস মিলেছে ট্রেলারে। অর্থাৎ স্কুলের নানা রকমের সহপাঠী, ছেলেদের সমস্যা এবং ঠিক এই মুহূর্তেই জীবন ও আকাঙ্খা যা চাইছে তাই করতে হবে ইত্যাদি। ঠিক এই রকম সময়েই কমলা এমন একটি কবচ পায় যা তাঁকে সুপার পাওয়ার দেয় এবং কমলা হয়ে ওঠে মিস মার্ভেল। পথে বিভিন্ন বাধাও আসে। সুপারহিরোর এই সিরিজে কিশোরী মার্ভেলের যাত্রার গল্পটিই বলা হয়েছে।
আরও পড়ুন- ছবিতে শাহরুখ খানই তো? কিং খানের হুবহু নকলকে দেখে স্তম্ভিত নেটিজেনরা!
ইমান, ফারহান এবং ফাওয়াদ ছাড়াও, সিরিজটিতে অভিনয় করেছেন আরামিস নাইট, সাগর শেখ, রিশ শাহ, জেনোবিয়া শ্রফ, মোহন কাপুর, ম্যাট লিন্টজ, ইয়াসমিন ফ্লেচার, লাইথ নকলি, আজহার উসমান, ট্রাভিনা স্প্রিংগার এবং নিমরা বুচা। মিস মার্ভেল ডিজনি+ এ মুক্তি পেতে চলেছে আগামী ৮ জুন৷