গতকাল, রবিবার, ১২ মে নাট্যানুষ্ঠান ছিল জোশীর। সেদিন রাত ১১টা নাগাদ গুরগাঁওয়ের ব্রাহ্মণসভায় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শো-এর আগে পর্যন্ত তিনি একদম সুস্থ ছিলেন। নাটকের প্রস্তুতিতে সবরকম ভাবে যোগদান করেছেন। কিন্তু অভিনয় করতে করতে হঠাৎ শরীরে অস্বস্তি হতে থাকে। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া জোশীকে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
আরও পড়ুন: বাংলা থেকেই তিনটি শহর! সবথেকে বেশি দূষিত শহরের তালিকায় আশঙ্কার সংকেত, কলকাতা কত নম্বরে বলুন তো!
অভিনেতার বন্ধু রাজেশ দেশপাণ্ডে ফেসবুকে শোকবার্তা জানিয়ে লিখেছেন, ‘আমার সিনিয়র, বন্ধু এবং অভিনেতা সতীশ জোশী মঞ্চেই প্রয়াত হয়েছেন। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তিনি পারফর্ম করে গিয়েছেন। ওম শান্তি ওম।’
মরাঠি শিল্পের প্রবীণ অভিনেতা তাঁর অভিনয় দক্ষতার জন্য জনপ্রিয় ছিলেন। বড়পর্দার পাশাপাশি থিয়েটার সার্কিটেও তিনি সম্মানিত। ‘ভাগ্যলক্ষ্মী’ ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের কাছে প্রবল প্রশংসিত হয়েছিল।