বিগত ২০ দিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন গীতা। দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা হল না।
মনোজের সহকারী জানিয়েছেন, মৃত্যুর কয়েক দিন আগে গীতা দেবীর শরীরের খানিক উন্নতি হয়েছিল। কিন্তু বুধবার রাত থেকে ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। মনোজ তখন তাঁর সঙ্গেই ছিলেন তিনি। গত বছর অক্টোবরে বাবাকে হারান মনোজ। এক বছরের মাথায় মাকেও হারালেন অভিনেতা। কঠিন সময়ে মনোজের পাশে তাঁর বন্ধু এবং সহকর্মীরা।
advertisement
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
আরও পড়ুনঃ লাল শাড়িতে পহেলিকে লুকিয়ে দেখছেন শতরূপ! বিয়ের মিষ্টি মুহূর্ত ফাঁস, দেখুন অ্যালবাম
আপাতত বড় পর্দার পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন মনোজ। আপাতত তাঁর ঝুলিতে আছে 'স্যুপ' নামে একটি সিরিজ। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় 'ফ্যামিলি ম্যান'-এর তৃতীয় কিস্তি।