বৃহস্পতিবার একটি খবরের পোর্টাল এক্স প্ল্যাটফর্মে জানায় যে, বিহারের পশ্চিম চম্পারণ জেলা থেকে লোকসভা নির্বাচনে লড়তে পারেন মনোজ বাজপেয়ী। ফলে এই খবর হু-হু করে ছড়িয়ে পড়ে। এমনকী তা নজরে আসে স্বয়ং অভিনেতারও।
আরও পড়ুন: রোজ ১-২ টো চুষে খেতে হবে, তাহলেই কেল্লাফতে! এক নয় হাজার হাজার রোগের দফারফা করবে এই ‘মিষ্টি’
advertisement
এই জল্পনা একপ্রকার উড়িয়ে দিয়ে মনোজ লেখেন, “আচ্ছা ইয়ে বাতাইয়ে ইয়ে বাত কিসনে বোলা ইয়া কাল রাত সপনা আয়া? বোলিয়ে বোলিয়ে! (আচ্ছা এটা বলুন যে, এই কথাটা আপনাদের কে বলল না কি কাল স্বপ্ন দেখেছিলেন? বলুন বলুন!)
নতুন বছরের প্রথম দিনেই নিজের পোস্টের মাধ্যমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছিলেন অভিনেতা। ইনস্টাগ্রামে গত ১ জানুয়ারি তিনি শার্টলেস অবতারে ধরা দিয়েছিলেন। ছবিতে স্পষ্ট যে, নিজের অ্যাবস ফ্লন্ট করার জন্যই অভিনেতার এহেন পোস্ট। ক্যাপশনে মনোজ লিখেছেন, “নিউ ইয়ার নিউ মি! দেখো ডেলিশিয়াস স্যুপ কা মেরি বডি পে অসর। একদম কিলার লুক হ্যায় না (নতুন বছর, নতুন আমি! আমার শরীরে সুস্বাদু স্যুপের প্রভাব শুধু দেখুন। একেবারে কিলার লুক না)?” আসলে শব্দ নিয়ে মজার খেলায় মেতেছিলেন অভিনেতা। কারণ তাঁর পরবর্তী প্রজেক্টের নামই হল ‘কিলার স্যুপ’। নেটফ্লিক্সে মুক্তি পাবে সেটি।
আরও পড়ুন: মাছের কাঁটা চিবিয়ে খাওয়া অভ্যেস? জানেন এটি শরীরে গেলে কী হয়? জানুন চিকিৎসকের মত
বলাই বাহুল্য যে, মনোজের এই দুর্ধর্ষ অবতার সকলকে তাক লাগিয়ে দিয়েছে। কমেন্ট বক্সে তাঁর প্রশংসা করেছেন অন্যান্য সেলেবরাও। পরিচালক অনুরাগ কাশ্যপ লিখেছেন, “ছুপে রুস্তম।” অন্যদিকে সুনীল গ্রোভারও প্রশংসা করে লিখেছেন, “আগ লাগা দি আপনে ইন্টারনেট পে (ইন্টারনেটে তো রীতিমতো আগুন লাগিয়ে দিয়েছেন)।” আবার অভিনেতার ‘ফ্যামিলি ম্যান’ ছবির সহকর্মী সানি হিন্দুজা লিখেছেন, “ওয়াহ ওয়াহ… মুঝে নেহি পাতা থা আপ মে ভি অ্যাব হ্যায় স্যর (বাহ বাহ… আমি তো জানতামই না যে আপনারও অ্যাবস আছে স্যর)।”
বেশ কয়েক দিন আগেই ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর তৃতীয় সিজন নিয়ে খোলাখুলি কথা বলতে শোনা গিয়েছিল মনোজ বাজপেয়ীকে। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা। ফলে ভক্তদের উচ্ছ্বাসও বাঁধভাঙা। এমনকী নিজের চরিত্র শ্রীকান্ত তিওয়ারির প্রসঙ্গে সমস্ত তথ্যও ভাগ করে নিয়েছেন তিনি।
‘দ্য লাল্লনটপ’ অভিনেতা একটি সাক্ষাৎকারে বলেন, “ফেব্রুয়ারির শেষ দিকে শ্যুটিং শুরু হবে। উত্তর-পূর্ব ভারতের দিকেই অনেকটা শ্যুটিং হবে। শেষ সিজনে যা হয়েছিল, সেখান থেকেই শুরু হবে গল্প। আর আমি এটা নিশ্চিত করে বলতে পারি যে, এবারের ফ্যামিলি ম্যান আগের সিজনের তুলনায় আরও বড় হবে। বড় সুন্দর আর ভয়ানক হবে। নতুন পরিস্থিতি নতুন পরিবেশ থাকছে। এবার শ্রীকান্ত তিওয়ারিকে জীবনের এমন একটা পর্যায়ে দেখা যাবে, যেখানে তাঁর সন্তানরা বেড়ে উঠেছে। এমনকী শ্রীকান্ত নিজেও খানিকটা বুড়িয়েছেন। তবে চ্যালেঞ্জ কখনওই তাঁর পিছু ছাড়ে না।”
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F