TRENDING:

Manoj Bajpayee: ১৩-১৪ বছর হল ডিনার করেন না মনোজ বাজপেয়ী, কারণ জানলে হতবাক হবেন!

Last Updated:

Manoj Bajpayee: ৫৪ বছরের অভিনেতা মনোজ বাজপেয়ী সাক্ষাৎকারে জানান, এভাবে দিনের পর দিন না খেয়ে থাকা সত্যিই কষ্টকর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ীর চাঞ্চল্যকর বক্তব্যে শোরগোল পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তিনি জানিয়েছেন, গত ১৩-১৪ বছর হল মনোজ পাজপেয়ী ডিনার করেন না। অর্থাৎ রাতে কোনও খাবার খান না। কারণ, তিনি স্বাস্থ্য ঠিক রাখতে নিজের ঠাকুরদার ডায়েট মেনে চলেন। মনোজের ঠাকুরদা খুবই ফিট ছিলেন বলেই দাবি অভিনেতার। মনোজ জানিয়েছেন, দুপুরে লাঞ্চের পর তিনি আর কিছু খান না।
মনোজ বাজপেয়ী
মনোজ বাজপেয়ী
advertisement

কামিয়া জানির সঙ্গে সানডে ব্রাঞ্চের সাক্ষাৎকারে মনোজ বলেছেন, ‘মাঝে মাঝে এক-দু টুকরো খাবার খেলেও, প্রায় ১৩-১৪ বছর হয়ে গেল আমি ডিনার করি না। আমার ঠাকুরদাকে দেখেছিলাম খুব রোগা ও ফিট থাকতে। তখন ভেবেছিলাম, আমিও তাহলে ওঁর মতো খাব। তারপর ওজন নিয়ন্ত্রণে এল। সারাদিন আমি খুবই এনার্জি নিয়ে থাকি। ডাক্তাররাও বলেন, তাড়াতাড়ি ডিনার করতে। আমি কখনও ১২, কখনও ১৪ ঘণ্টাও না খেয়ে থাকি। আমি পুরোপুরি ডিনার করা বন্ধ করেছি।’

advertisement

আরও পড়ুন: জামাইষষ্ঠীর দই-মিষ্টি কিনতে মানুষের ঢল বাগনানের এই দোকানে! কেন জানেন?

৫৪ বছরের অভিনেতা সাক্ষাৎকারে জানান, এভাবে দিনের পর দিন রুটিন মেনে থাকা সত্যিই কষ্টকর। তবে মেয়ে হস্টেল থেকে ফিরলে রাতে খাবারের জন্য রান্নাঘর খোলা হয়। প্রথম সপ্তাহে এমন নিয়ম মানতে তাঁর খুবই সমস্যা হয়েছিল। রাতে সেই সময় অনেকটা খেতেন মনোজ। হঠাৎ বন্ধ করে দেওয়ার পর মাঝরাতে খিদে পেত তাঁর। তখন স্বাস্থ্যকর বিস্কুট খেয়ে খিদে মেটাতেন অভিনেতা।

advertisement

আরও পড়ুন: ২০০০ টাকার নোট প্রত্যাহারে কারা অসুবিধায় পড়বেন? বুঝিয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রীর আরাধনার মেতে উঠবে কান্দির পাল বাড়ি, চলছে ২০০ বছর ধরে! প্রস্তুতি তুঙ্গে
আরও দেখুন

মনোজ বাজপেয়ী ইন্টারমিটেন্ট ফাস্টিং করেন নিজের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। বিশেষ করে কোনও চরিত্রের কারণে নিজের চেহারা তৈরি করতেই তাঁর এই ডায়েট। এই মুহূর্তে তিনি ১৮ ঘণ্টা উপোস করে থাকেন। সকাল ৯টা থেকে দুপুর ৩টের মধ্যে খেয়ে নেন। পরে আর কিছুই দাঁতে কাটেন না।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Manoj Bajpayee: ১৩-১৪ বছর হল ডিনার করেন না মনোজ বাজপেয়ী, কারণ জানলে হতবাক হবেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল