আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবে বক্তব্য় রাখতে গিয়ে বিশ্বের দরবারে বাংলা সিনেমার গুরুত্বের কথাই তুলে ধরলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়৷
মমতা বলেন, ‘এই দায়িত্বটা আমাকে পালন করতে হয়। কারণ এটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। বাংলার মানুষ সিনেমাকে ভালবাসে। এরপরেই সলমনের কাছে বিশেষ আবেদন রাখেন মমতা৷ বলেন, আমি সলমন খান,অনিল কাপুরকে বলব আপনারা এখানেও ছবি করতে পারেন।বেঙ্গল এখন ফিল্ম ডেস্টিনেশন। আপনারা আমাদের বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি এর সঙ্গে যুক্ত হন। এবার ভাইজানকে বলতে হবে।’ সলমনকে উদ্দেশ্য় করে বলেন, ‘আপনি পরবর্তী ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আসবেন৷ আপনার যখন দরকার পড়বে আমাদের ডাকবেন, চলে আসব।’ এরপরেই সলমনকে ভাইফোঁটায় আমন্ত্রণ জানান মমতা৷
advertisement
আজ থেকে শুরু হল ২৯-তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব৷ ৫ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত শহরে অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।