লক্ষ্মীকা এককটি মালয়ালম শর্ট ফিল্ম ‘কাক্কা’য় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন। ১৪ এপ্রিল ২০২১ সালের ওটিটি প্ল্যাটফর্ম এ মুক্তি পেয়েছিল শর্ট ফিল্মটি। আজু আজিশ পরিচালিত এই শর্ট ফিল্মতে লক্ষ্মীকার চরিত্রের নাম ছিল ‘পঞ্চমী’। তাঁর অভিনীত চরিত্র ‘পঞ্চমী’ দর্শক মহলে সমাদৃত হয়েছিল। পাশাপাশি সমালোচকরাও তাঁর কাজ বেশ পছন্দ করেছেন। ওটিটিতে মুক্তি পাওয়ার পর প্রায় ৬ মিলিয়ন ভিউ পেয়েছিল লক্ষ্মীকা অভিনীত এই শর্ট ফিল্মটি।
advertisement
আরও পড়ুন: ছোট্ট ইয়ালিনির জন্মের পরই শুভশ্রীকে ফেলে মুম্বইতে রাজ! পরিচালকের পোস্ট ঘিরে রহস্য
তবে শুধু তাঁর ‘পঞ্চমী’ চরিত্রটি নয়, ‘পূজায়াম্মা’ দেবযানীর শিক্ষিকার ভূমিকাতেও তাঁর অভিনয় দেখে সকলে মুগ্ধ হয়েছিলেন। ২০২১ সালে এই ছবিটি মুক্তি পায়। ছবিটির পরিচালক ছিলেন বিজয়েশ মানি। এছাড়াও তিনি ‘পুজয়াম্মা’, ‘পঞ্চভারনাথথা’, ‘সৌদি ভেল্লাক্কা’, ‘উয়ারে’, ‘ওরু কুত্তানাদান ব্লগ’, ‘ওরু ইয়ামান্দান প্রেমকথা’ এবং ‘নিত্যহরিতা নয়াগান’-সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন।
আরও পড়ুন: শরীরে ১১টা সার্জারি শাহরুখের! কিন্তু তারপরেও… ভক্তের পোস্টে হঠাৎ বাদশার উত্তর, নেটপাড়ায় হইচই
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুন’ ছবিতে অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে। এই ছবিটিও প্রশান্ত বি পরিচালনা করেছিলেন। অভিনেত্রীর অনুরাগীরা তাঁর মৃত্যুতে শোকাহত, সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন তাঁরা। অনুরাগীরা তার শেষ ইনস্টাগ্রাম পোস্টে “শান্তিতে বিশ্রাম” লিখে তাদের সমবেদনা প্রকাশ করছেন। এই ইনস্টাগ্রাম পোস্টটি তিনি করেছিলেন ২ নভেম্বর। ক্যাপশনে লেখা হয়েছে, “আশা, সমস্ত অন্ধকার পেরিয়ে আলোর আসবে।”