প্রিয়ার মৃত্যু হলেও তাঁর সন্তান ভূমিষ্ঠ করানো হয়েছে৷ গর্ভস্থ শিশুকে বাঁচাতে পেরেছেন চিকিৎসকরা৷ সদ্যোজাতকে আপাতত রাখা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে৷ অভিনেতা কিশোর সত্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রিয়ার মৃত্যুর খবর৷ তিনি লিখেছেন,‘‘আরও একটি অপ্রত্যাশিত অকালমৃত্যু মালয়লম টেলিভিশন জগতে৷ হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ডক্টর প্রিয়া৷ তিনি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন৷ তাঁর নবজাতক সন্তান আইসিইউ-তে রয়েছে৷’’ প্রিয়ার স্বামী এবং মায়ের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কিশোর৷
advertisement
প্রসঙ্গত মালয়লম টেলিভিশন দুনিয়ায় প্রিয়া ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ৷ তবে বিয়ের পর সম্প্রতি তিনি অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন৷
স্থানীয় সূত্র থেকে জানা যাচ্ছে তিরুঅনন্তপুরমের পিআরএস হাসপাতালে তিনি কর্মরত ছিলেন এবং এমডি কোর্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন৷