TRENDING:

একী! দীপিকার 'সেই' শাড়ি এবার মালাইকার গায়ে?

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মালাইকা মানেই সাহসী ছবি৷ এবার তাঁকে দেখা গেল শাড়িতে৷ খুবই সুন্দর লাগছিল মালাইকাকে, কিন্তু তা নিয়েও শুরু হল জোড় চর্চা৷ কারণ এই একই শাড়িতে কয়েক বছর আগে দেখা গিয়েছিল দীপিকাকে৷ তা দেখেই সকলের চক্ষু চড়ক গাছ৷
advertisement

সোনম কাপুরের জন্মদিনের পার্টিতে আমন্ত্রিত ছিলেন মালাইকা৷ অর্জুনের সঙ্গে তার প্রেমে এখন আর কোনও গোপনীয়তা নেই৷ তাই তো সোনমের জন্মদিনে উপস্থিত ছিলেন মালাইকাও৷ সেখানে যেতে গিয়েই বাঁধলো গোল! সাদা রঙের মধ্যে ফুলের ডিজাইন করা শাড়িতে গাড়ি থেকে নামতেই ট্রোলড হতে শুরু করলেন মালাইকা৷

advertisement

এই শাড়িটি পরেছিলেন দীপিকা৷

ঠিক এমনই এক শাড়িতে কয়েক বছর আগে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে৷ নিজের এক তুতো বোনের বিয়েতে এই রকম শাড়ি পরেছিলেন তিনি৷ এবং সাজেও ছিল অনেকটাই মিল৷ দীপিকাও বেঁধেছিলেন খোপা৷ মালাইকাও করলেন তাই৷ অর্থাৎ সাজেও অনেকটাই মিল রয়েছে দীপিকা ও মালাইকার৷

advertisement

আরও পড়ুন সাধারণ পোশাক-সাদামাটা ব্যবস্থা, বিয়ে সারলেন সুস্মিতা সেনের ভাই...

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এই শাড়িটি সেলিব্রিটি ডিজাইনার রোহিত বালের তৈরি করা শাড়ি৷ শাড়িটি অত্যন্ত সুন্দর৷ দীপিকা ও মালাইকা, দু’জনেই খুবই আসাধারণ ভাবে মেলে ধরেছেন এই শাড়িতে৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
একী! দীপিকার 'সেই' শাড়ি এবার মালাইকার গায়ে?