অনেকের মনেই প্রশ্ন জাগে মেক-আপ ছাড়া বলিউডের নায়িকারা আসলে কেমন দেখতে! তারা কী সত্যিই স্বপ্নের মতো সুন্দরী? যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জানা যায় অনেকেই মেক-আপে সুন্দরী! বাস্তবে ততটা সুন্দরী নন! এবার সামনে এল একেবারে নো-মেক-আপ লুকে মালাইকার ভিডিও! ৫০ বছর বয়সী এই নায়িকার ফিগার ও ত্বক দেখলে মনে হবে তাঁর বয়স খুব বেশি হলে ৩০! নিজের বয়সকে শুধু মাত্র যোগা ও ডায়েটের মাধ্যমে বেঁধে রেখেছেন মালাইকা! তবে ভাইরাল ভিডিওতে কী আছে?
advertisement
আরও পড়ুন: বাবা-ছেলের সঙ্গে প্রেম! জুটেছিল ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার নামে সিঁদুর পরেন রেখা? জানুন
ভিডিওটিতে দেখা যাচ্ছে জিন্স ও টিশার্ট পরে বাড়ি থেকে বেরোচ্ছেন মালাইকা! কাঁধে ব্যাগ! তবে মুখে একটুও মেক-আপ নেই! এই ভিডিও সামনে আসতেই শোরগোল পরে যায়! অনেক নায়িকাই আছেন যাদের মেক-আপ ছাড়া বাইরে আসতে কখনও দেখা যায়নি! মালাইকা তাদের মধ্যে পড়েন না! মালাইকার স্কিন দেখে প্রশংসা করতে শুরু করেছেন নেটিজেনরা! মাখনের মতো ত্বক নায়িকা! এই ভিডিওতে অনেকেই লিখেছেন, মালাইকা মেক-আপ ছাড়াও দারুণ সুন্দরী! তবে এই রূপ রহস্যের একটাই চাবি-কাঠি নিয়মিত যোগা ও ডায়েট! যাই হয়ে যাক শরীরচর্চা করতে ভোলেন না এই নায়িকা! এই ভিডিও এখন তুমুল ভাইরাল!