TRENDING:

Malaika Arora Viral Video: মেক-আপ ছাড়া কেমন দেখতে ৫০-এর মালাইকাকে? ভিডিও সামনে আসতেই শোরগোল

Last Updated:

Malaika Arora Viral Video: ভিডিও দেখলে চমকে যাবেন! সত্যিই মালাইকাকে এমন দেখতে? নিজের চোখকে বিশ্বাস হবে না! ৫০-এর মালাইকা তুমুল ভাইরাল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: মালাইকা আরোরা! বলিউডের জনপ্রিয় অভিনেত্রী! মালাইকা তাঁর অভিনয়ের জন্য যতটা না চর্চিত তার থেকে অনেক বেশি চর্চিত মডেলিং ও ব্যক্তিগত জীবনের জন্য! আরবাজ খানকে ডিভোর্স, অর্জুন কাপুরের সঙ্গে প্রেম এসব নিয়ে সব সময় খবরে থাকেন তিনি! আজকাল সিনেমাতে তাঁকে আর দেখা যায় না বললেই চলে! কিন্তু রোজ তাঁর বাড়ির সামনে ভিড় জমান পাপারাৎজিরা! মালাইকা কী মেক-আপ করেছেন! কী পোশাক পরলেন এসব সব সময় চর্চায় থাকে! সম্প্রতি একটি ভিডিও নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে!
advertisement

অনেকের মনেই প্রশ্ন জাগে মেক-আপ ছাড়া বলিউডের নায়িকারা আসলে কেমন দেখতে! তারা কী সত্যিই স্বপ্নের মতো সুন্দরী? যদিও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে জানা যায় অনেকেই মেক-আপে সুন্দরী! বাস্তবে ততটা সুন্দরী নন! এবার সামনে এল একেবারে নো-মেক-আপ লুকে মালাইকার ভিডিও! ৫০ বছর বয়সী এই নায়িকার ফিগার ও ত্বক দেখলে মনে হবে তাঁর বয়স খুব বেশি হলে ৩০! নিজের বয়সকে শুধু মাত্র যোগা ও ডায়েটের মাধ্যমে বেঁধে রেখেছেন মালাইকা! তবে ভাইরাল ভিডিওতে কী আছে?

advertisement

আরও পড়ুন: বাবা-ছেলের সঙ্গে প্রেম! জুটেছিল ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার নামে সিঁদুর পরেন রেখা? জানুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভিডিওটিতে দেখা যাচ্ছে জিন্স ও টিশার্ট পরে বাড়ি থেকে বেরোচ্ছেন মালাইকা! কাঁধে ব্যাগ! তবে মুখে একটুও মেক-আপ নেই! এই ভিডিও সামনে আসতেই শোরগোল পরে যায়! অনেক নায়িকাই আছেন যাদের মেক-আপ ছাড়া বাইরে আসতে কখনও দেখা যায়নি! মালাইকা তাদের মধ্যে পড়েন না! মালাইকার স্কিন দেখে প্রশংসা করতে শুরু করেছেন নেটিজেনরা! মাখনের মতো ত্বক নায়িকা! এই ভিডিওতে অনেকেই লিখেছেন, মালাইকা মেক-আপ ছাড়াও দারুণ সুন্দরী! তবে এই রূপ রহস্যের একটাই চাবি-কাঠি নিয়মিত যোগা ও ডায়েট! যাই হয়ে যাক শরীরচর্চা করতে ভোলেন না এই নায়িকা! এই ভিডিও এখন তুমুল ভাইরাল!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika Arora Viral Video: মেক-আপ ছাড়া কেমন দেখতে ৫০-এর মালাইকাকে? ভিডিও সামনে আসতেই শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল