Rekha Love Story: বাবা-ছেলের সঙ্গে প্রেম! জুটেছিল ডাইনি অপবাদ! অমিতাভ নয়, তবে কার নামে সিঁদুর পরেন রেখা? জানুন
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Rekha Love Story: রেখা কেন সিঁদুর পরেন? কার নামে? অমিতাভ নয়! তবে কী জানা গেল আসল সত্যি? জানুন
রেখা! বলিউডের সব থেকে রহস্যময়ী নায়িকা! রেখার অভিনয় জীবন যতটা চর্চিত তার থেকে কয়েকগুণ বেশি চর্চিত তাঁর ব্যক্তিগত জীবন! আজও রেখাকে নিয়ে রহস্যের শেষ নেই! অমিতাভ বচ্চন থেকে সঞ্জয় দত্ত বহু অভিনেতার নাম জড়িয়েছে তাঁর সঙ্গে! রেখা কাকে বিয়ে করেছেন? কেন সিঁদুর পরেন? রেখা কী আসলে বিষ কন্যা? এমন অনেক কিছু নিয়ে প্রশ্ন করতে শোনা যায়! photo source collected
advertisement
advertisement
advertisement
advertisement
তবে সঞ্জয়ের সঙ্গে নাম জড়ানোর পর তাঁর বাবা সুনীল ছেলের থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছিলেন রেখাকে। রেখার বাড়ি গিয়ে তিনি সঞ্জয়ের থেকে দূরত্ব বজায় রাখতে বলেছিলেন। তার পর অবশ্য সঞ্জয় এবং রেখা দু’জনেই সংবাদমাধ্যমের সামনে নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করেছিলেন। তবে মজার বিষয় হল শুধু ছেলের নাম নয়, রেখার সঙ্গে জড়িয়ে ছিল সঞ্জয় দত্তের নামও! photo source collected
advertisement
advertisement
advertisement