TRENDING:

ফের ঘর ভাঙল আরবাজের! ছেলে মারফত প্রাক্তন স্বামীর বিচ্ছেদের খবর নিলেন কি মালাইকা

Last Updated:

মালাইকা বলেন, "আমি গুজবে সম্পূর্ণ বিশ্বাস করি না। নিজে যতক্ষণ না আসল খবর জানছি, সেটা বলতে পারব না। তবে আমি ঠিক ওই রকম মানুষ নই যে নাক গলাব।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: দ্বিতীয় বার ঘর ভাঙল আরবাজ খানের, জর্জিয়া অ্যান্ড্রিয়ানির সঙ্গে বিচ্ছেদ হয়েছে সলমন খানের দাদার। এমনই খবর রটেছে বলিপাড়ায়। জর্জিয়ার একটি মন্তব্যে এই ধারণা উস্কেছে। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জর্জিয়া জানান, তিনি এবং আরবাজ কেবলই ভাল বন্ধু। আর তার পর থেকেই জল্পনা, মালাইকা আরোরার পর জর্জিয়ার সঙ্গেও বিচ্ছেদ হল আরবাজের।
advertisement

অভিনেতার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন কি মালাইকা? খোঁজ খবর রাখছেন প্রাক্তন স্বামীর? এই প্রশ্নই রাখা হল অর্জুন কাপুরের প্রেমিকার সামনে। প্রশ্নকর্তা খোদ পরিচালক-প্রযোজক করণ জোহর।

আরও পড়ুন: ৭২-এ চিরতরুণ থালাইভা রজনীকান্ত! কিং খানও জন্মলগ্নে শ্রদ্ধায় নত, করলেন পোস্ট

আরও পড়ুন: 'লক্ষ্মীর পর বাড়িতে সরস্বতী এল', তৃতীয় বার বাবা হলেন ৫১-র মনোজ

advertisement

সম্প্রতি চ্যাট শো 'মুভিং ইন উইথ মালাইকা'-তে করণ এই প্রসঙ্গ তুললে মালাইকা বলেন, "আমি গুজবে সম্পূর্ণ বিশ্বাস করি না। নিজে যতক্ষণ না আসল খবর জানছি, সেটা বলতে পারব না। তবে আমি ঠিক ওই রকম মানুষ নই যে নাক গলাব। অনেক অভিভাবকই আছেন যাঁরা সন্তানের মাধ্যমে প্রাক্তনের খোঁজ নেন। আমি সেরকম নই বলেই আরহানকে (মালাইকা-আরবাজ পুত্র) ফোন করেও ওর বাবার ব্যাপারে জানতে চাইনি৷ আরবাজকেও জিজ্ঞাসা করিনি। সীমারেখা টানতে জানি আমি৷ সেটা অতিক্রম করি না।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এই চ্যাট শো-তেই আগের একটি এপিসোডে মালাইকার কথায় জানা যায়, তিনিই আরবাজকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মালাইকাকে যে ভাবেই হোক নিজের বাড়ি থেকে বেরোতে হত। আর তাই তড়িঘড়ি করে বিয়ে করেছিলেন। তাঁদের সম্পর্কটাও বড়ই সুন্দর ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দু'জনেই পাল্টাতে থাকেন এবং তিক্ত হয়ে যায় বৈবাহিক জীবন। কিন্তু এখন বিবাহবিচ্ছেদের পর আবারও তাঁদের সম্পর্ক সুস্থ হয়েছে। মাঝে মধ্যেই দু'জনকে বিমানবন্দরে একজোটে দেখা যায় ছেলের জন্য। কখনও ছেলেকে মুম্বইয়ে অভ্যর্থনা জানান, কখনও বা ছাড়তে যান প্রাক্তন দম্পতি।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
ফের ঘর ভাঙল আরবাজের! ছেলে মারফত প্রাক্তন স্বামীর বিচ্ছেদের খবর নিলেন কি মালাইকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল