গত শনিবার রাতে লাল রঙের স্টাইলিশ গাউনে ইভেন্টে হাজির হয়েছিলেন মালাইকা অরোরা। উন্মুক্ত বক্ষ-বিভাজিকায় নিমেষে ভক্তদের পাগল করে দিয়েছেন মাল্লা৷ গাউনের সঙ্গে ম্যাচ করে রূপোলি ঝোলা কানের দুল,মাথায় খোঁপা বেধে পুরো সাজটি সম্পূর্ণ করেছিলেন৷ অভিনেত্রীকে দেখেই হাজারো ফ্ল্যাশের ঝলকানি জ্বলে ওঠে৷ পাপারাৎজির ক্যামেরায় একাধিক পোজ দিয়ে ছবি তোলেন অভিনেত্রী৷ ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন-পুলের জলে শরীর ডুবিয়ে মত্ত অন্তরঙ্গতায়, বরকে কাছে টেনে আদরে ভরালেন বঙ্গতনয়া, ছবি দেখেছেন?
আরও পড়ুন-রাতারাতি দর বেড়ে গেল উরফির! ভক্তরা কাছে ঘেষতেই এ কী করলেন ফ্যাশনিস্তা, ভাইরাল হল ভিডিও
মালাইকার এই ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হতেই চড়চড়িয়ে বেড়েছে লাইক ও কমেন্টের সংখ্যা৷ অনেকেই তার বোল্ডনেসের প্রশংসা করেছেন৷ কেউ আবার তার চেহারার প্রশংসায় করেছেন৷ নেটিজেনদের একজন মন্তব্য করে বলেছেন, অর্জুন খুবই ভাগ্যবান৷ কেউ আবার হটি তকমা দিয়েছেন৷ লাল হৃদয়ের ইমোজি ও আগুনের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা৷ বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন মাল্লা৷ ১২বছরের ছোট অর্জুনের সঙ্গে মালাইকার মাখোমাখো রসায়নের কথা সকলেই জানেন। তবে বয়সের ফারাকের জন্য একাধিকবার ট্রোলডও হয়েছেন মালাইকা, বয়সের অজুহাত দিয়েই সম্পর্ককে অপবিত্র তকমা দিতে পিছপা হননি বলিউডের মাল্লা। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তাতে সিদ্ধহস্ত মালাইকা-অর্জুন। অর্জুনের সঙ্গে দীর্ঘ কয়েক বছরেরও বেশি সময় ধরে খুল্লামখুল্লা প্রেমে মজে রয়েছেনঅর্জুন ও মালাইকা। বয়সে ছোট অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই নেটিজেনদের নজরে রয়েছেন বলি লাভবার্ডস।