TRENDING:

দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মেজর মোহিত শর্মার বাবা-মা... ‘শহিদদের জীবন কোনও পণ্য নয়’, আইনি জটে ফেঁসে ধুরন্ধরের মুক্তি

Last Updated:

এ বার মোহিত শর্মার বাবা ও মা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁদের আবেদন, এই ছবি যেন মুক্তি না পায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: আইনি ঝঞ্ঝাটে পড়ল আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’। মেজর মোহিত শর্মার জীবনের উপর তৈরি এই ছবি, এমনটাই সূত্রের খবর। এ বার মোহিত শর্মার বাবা ও মা দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হলেন। তাঁদের আবেদন, এই ছবি যেন মুক্তি না পায়।
News18
News18
advertisement

সূত্রের খবর, পরিচালক জানিয়েছেন এই ছবির সঙ্গে মোহিত শর্মার কোনও যোগ নেই। কিন্তু  মোহিতের মা ও বাবা  জানিয়েছেন, এই ছবির অনেক কিছুই তাঁদের পুত্রের জীবন থেকে নেওয়া হয়েছে। এসবের আগে কোনও অনুমতি নেননি নির্মাতারা। ছবির ট্রেলারের কিছু দৃশ্য মেজর মোহিতের জীবনের সঙ্গে মিলে যায় বলে দাবি করেছেন মোহিতের মা ও বাবা। এত মিল থাকা সত্ত্বেও কোনও কৃতজ্ঞতা স্বীকার করা হয়নি বলে জানিয়েছেন তাঁরা। তাঁদের বক্তব্য, ‘শহিদের জীবন কখনওই বাণিজ্যিক পণ্য হয়ে উঠতে পারে না।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নীলচে জলে ঘুরে বেড়াচ্ছে জলপরী! রাসের মেলায় নতুন আকর্ষণ, উপচে পড়া ভিড়
আরও দেখুন

পরিবারের যুক্তি ছবিতে অননুমোদিতভাবে চিত্রায়িত করা সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে মরণোত্তর ব্যক্তিত্বের অধিকার লঙ্ঘন করে। তারা আরও দাবি করে যে এটি পরিবারের নিজস্ব গোপনীয়তা, মর্যাদার অধিকার লঙ্ঘন করে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ মেজর মোহিত শর্মার বাবা-মা... ‘শহিদদের জীবন কোনও পণ্য নয়’, আইনি জটে ফেঁসে ধুরন্ধরের মুক্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল