TRENDING:

Mahesh Babu Hindi Debut: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব

Last Updated:

Mahesh Babu Hindi Debut: 'আরআরআর'-এর পরিচালকের ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হবে মহেশের। রাজামৌলী নিজেই সে কথা জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আজীবন অভিনয় করেছেন দক্ষিণী ছবিতে। তিনি যাতেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। এ হেন মহেশ বাবু এ বার পা রাখবেন বলিউডে। এই নতুন সফরে তাঁর সঙ্গী হবেন পরিচালক এস এস রাজামৌলী।
রাজামৌলীর হাত ধরে বলিউডে আসছেন মহেশ
রাজামৌলীর হাত ধরে বলিউডে আসছেন মহেশ
advertisement

'আরআরআর'-এর পরিচালকের ছবি দিয়ে বলিউডে হাতেখড়ি হবে মহেশের। রাজামৌলী নিজেই সে কথা জানিয়েছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, "আমার পরের ছবি মহেশের সঙ্গে। ও তেলুগু সিনেমার বড় তারকা। ইন্ডিয়ানা জোনস ধরনের ছবি একটি রহস্য-রোমাঞ্চ ছবি করব। কিন্তু এই ছবিটা আরও আধুনিক। আরও বড় সেটিংয়ে তৈরি হবে ছবিটি।"

আরও পড়ুন: 'পাঠান'-এর জন্য পিছল তাঁর ছবির মুক্তি! শাহরুখকে নিয়ে অবাক করা ট্যুইট কৃতীর

advertisement

আরও পড়ুন: কাছের মানুষের থেকে দূরে প্রবল কষ্টে! ৩য় বার বিয়ে পিঁড়িতে শুভশ্রীর দিদি?

অন্য দিকে, ত্রিবিক্রম শ্রীনিবসের 'এসএসএমবি ২৮'-এ অভিনয় করছেন মহেশ।ইতিমধ্যেই পরিবারকেন্দ্রিক এই ছবির শ্যুট শুরু হয়েছে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্স ৮০ কোটি টাকায় এই ছবিটির স্বত্ব কিনেছে। তবে এখনই ছবিটির হিন্দি ডাবিংয়ের স্বত্ব বিক্রি করা হয়নি কারণ মহেশের বলিউডের হাতেখড়ির প্রস্তুতি শুরু হয়েছে ইতিমধ্যেই।

advertisement

শোনা যাচ্ছে, মহেশের প্রথম হিন্দি ছবিতে থাকবে অবাক করা সব অ্যাকশন দৃশ্য। সারা বিশ্ব ঘুরে ছবিটি শ্যুট করা হবে। চলতি বছরের নভেম্বর থেকে ছবির কাজ শুরু হবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Mahesh Babu Hindi Debut: রাজামৌলীর হাত ধরে বলিউডে মহেশ! রেকর্ড দামে বিক্রি তাঁর নয়া ছবির স্বত্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল