গত শুক্রবার ছবিটি মুক্তির দিনই রেকর্ড ব্রেকিং ব্যবসা করে ৷ মার্কিন মুলুকে ছবিটি ইতিমধ্যে ১৩ কোটি টাকা আয় করেছে । বক্স অফিস বিশেষজ্ঞদের মতে এই দক্ষিণী ব্লকবাস্টারটি আয়ের সমস্ত রেকর্ডই হয়তো ভেঙে দেবে ৷ আর ছবিটি এমনভাবে ব্যবসা করলে ‘বাহুবলী ২’কেও পিছনে ফেলে দিতে পারে বলেই ধারণা ৷
advertisement
'ভারত আনে নেনু' একটি বিগ বাজেট পলিটিক্যাল ড্রামা । ছবিটিতে মহেশ বাবু একজন ডায়নামিক মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন । ছবিটি পরিচালক হলেন কোরাতালা শিবা।
Location :
First Published :
April 23, 2018 2:40 PM IST