২০১৮ সালে শেষবার এই পুরস্কার দেওয়া হয়। মাঝে কোভিড পরিস্থিতির কারণে বন্ধ ছিল এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তিন বছর আবার এই বছর দেওয়া হবে পুরস্কার, খবরটা জানার পর থেকেই আগ্রহ ছিল কে কোন পুরস্কার পাচ্ছেন তা জানার। আজ নজরুল মঞ্চে দেওয়া হচ্ছে সম্মানীয় এই পুরস্কার। সামনে এল পুরো তালিকা।
advertisement
গতকাল ২৪ জুলাই মহানায়ক উত্তমকুমারের মৃত্যুদিন চলে গিয়েছে৷ সারা বাংলা জুড়ে তাঁর স্মৃতিচারণায় নিমগ্ন ছিল বাঙালি৷ আর আজই 'মহানায়ক' পুরস্কার পেলেন নুসরত জাহান৷ তবে অভিনেত্রী ছাড়া আরও একজন পেলেন এই পুরস্কার, সাংসদ-অভিনেতা সোহম চক্রবর্তী৷
আরও পড়ুন: নগ্নছবিতে রণবীরকে বাহবা দর্শকদের! ইশার বেলায় কু-প্রস্তাব
‘মহানায়ক’ ছাড়াও দেওয়া হয় ‘বঙ্গভূষণ’, ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার। টলিগঞ্জের শিল্পী সহ বিভিন্ন বিভাগের গুণী ব্যক্তিদের দেওয়া হচ্ছে এই পুরস্কার। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য 'বঙ্গভূষণ' সম্মাননায় ভূষিত হয়েছেন সাংসদ তথা অভিনেতা দেব, অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী হালদার এবং জুন মালিয়া। বাংলার একাধিক ধারাবাহিকের লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় বঙ্গভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন। সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়কে বঙ্গভূষণ, বাংলার চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়কে বঙ্গভূষণ সম্মাননা তুলে দেন মুখ্যমন্ত্রী।