ভিডিয়োর প্রেক্ষাপট সঙ্গীত হিসেবে মাধুরী বেছে নিয়েছেন ১৯৫৯ সালের ছবি ‘রেশম কি ডোরি’ ছবির ‘বেহনা নে ভাই কি কলাই সে’ ছবির গানটি ৷
মাধুরীর ইনস্টাগ্রাম টাইমলাইনে তাঁর ব্যক্তিগত জীবন ও কাজের দুনিয়ার নিপুণ সামঞ্জস্য ৷ কিছু দিন আগে মায়ের জন্মদিন উপলক্ষে ভিডিয়ো শেয়ার করেন মাধুরী ৷ তাঁর ও মায়ের পুরনো ছবি দিয়ে ভিডিয়োটি তৈরি করা হয়েছিল ৷ ক্যাপশনে লেখেন, ‘‘ জীবনের সব ওঠাপড়ায় আমার অনুপ্রেরণা এবং শক্তির উৎস ৷ আমার এবং আমাদের পরিবারের কাছে তুমি যে কী, তা বোঝাতে কোনও শব্দই যথেষ্ট নয় ৷ শুভ জন্মদিন আঈ৷’’ একইরকমভাবে পারিবারিক ছবি মাধুরী শেয়ার করেছিলেন পিতৃদিবসেও ৷
advertisement
মাধুরীকে শেষ বার দেখা গিয়েছিল ‘কলঙ্ক’ ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন সোনাক্ষী সিনহা, আলিয়া ভাট, বরুণ ধওয়ন, আদিত্য রায় কপূর ও সঞ্জয় দত্ত ৷ এখন মাধুরীকে দেখা যাচ্ছে একটি নাচের রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকায় ৷