‘রোজা’-র হাত ধরে এক সময়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন মধু। আশা করেছিলেন, তাঁর অভিনয়-দক্ষতাকে সঠিক ভাবে কাজে লাগাবে বলিউড। কিন্তু শেষমেশ তা আর হল কই! যে অজয় দেবগণের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাতেখড়ি হয়েছিল, তাঁরই মায়ের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পান অভিনেত্রী। বলিউডে যেন এটাই দস্তুর। নায়কের বয়স ৪০-এর কোঠা পেরিয়ে ৫০, এমনকী ৬০-ও ছুঁয়ে ফেলতে পারে। কিন্তু ছাড় থাকে না নায়িকাদের ক্ষেত্রে। ফলে বয়স একটু বাড়তেই মূল চরিত্র থেকে সরে মা-বোন-দিদির মতো পার্শ্বচরিত্রে অভিনয়ের প্রস্তাব পান তাঁরা। মধুুর ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি।
advertisement
আরও পড়ুন: ডিপ্রেশনের শিকার আমির কন্যা! ‘পরিবারেও আছে মানসিক স্বাস্থ্যের সমস্যা’, কেন বললেন ইরা?
আরও পড়ুন: আমার বউভাত নেই, শ্বশুরবাড়িও যাইনি, বিয়ের পরদিনই আলাদা কেন শ্রুতি-স্বর্ণেন্দু!
সাক্ষাৎকারে মধু বলেন, “আমি অজয়ের মায়ের চরিত্রে অভিনয় করতে চাইনি। ওঁর সঙ্গে একই ছবিতে আত্মপ্রকাশ করেছিলাম। আমরা সমবয়সী।”
সাল ১৯৯১। ‘ফুল অউর কাঁটে’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয়েছিল অজয় এবং মধুর। বক্স অফিসে তুমুল ব্যবসা করেছিল ছবিটি। প্রশংসিত হয়েছিল তাঁদের রসায়ন। পরবর্তীতে মনের মতো কাজ না পাওয়ায় ইন্ডাস্ট্রি থেকে সরে যান মধু। সম্প্রতি একটি তামিল ওয়েব সিরিজে দেখা গিয়েছে তাঁকে।