TRENDING:

Shah Rukh Khan: বড়দিনে আসছে ‘ডানকি’! তার আগেই ভক্তদের বিশেষ উপহার দিচ্ছেন শাহরুখ, জানেন কী

Last Updated:

Shah Rukh Khan: অভিনেতার জন্মদিনেই এই ছবির টিজার প্রকাশ করা হয়েছে। আবার চলতি মাসেই ‘ডানকি’ ছবির প্রথম গান ‘লট পট গ্যয়া’ প্রকাশ পেতে চলেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চলতি বছরে দুর্ধর্ষ কামব্যাক করেছেন বলিউডের বাদশা শাহরুখ খান। একের পর এক ব্লকবাস্টার ছবি উপহার দিয়ে চলেছেন ভক্তদের। তাঁর আরও একটা দারুণ ছবির জন্য অধীর অপেক্ষায় রয়েছেন সকলে।
advertisement

আসলে স্বমহিমায় প্রত্যাবর্তন করে বক্স অফিসে ঝড় তুলেছেন কিং খান। তাঁর ‘পাঠান’ আর ‘জওয়ান’ ছবি প্রচুর আয় করেছে। তবে ভক্তদের চোখ এখন তাঁর আরও একটি ছবির দিকে। কারণ বড়দিনে মুক্তি পাচ্ছে ‘ডানকি’। আর রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি নিয়ে আগেই শুরু হয়েছিল জোর চর্চা। এই ছবিতে শাহরুখের অভিনয় দক্ষতা দেখতে পাবেন ভক্তরা। অভিনেতার জন্মদিনেই এই ছবির টিজার প্রকাশ করা হয়েছে। আবার চলতি মাসেই ‘ডানকি’ ছবির প্রথম গান ‘লট পট গ্যয়া’ প্রকাশ পেতে চলেছে।

advertisement

‘ডানকি’ ছবির প্রথম গানে দেখা যাবে শাহরুখ খান, তাপসী পান্নু এবং ভিকি কৌশলকে। চলতি সপ্তাহেই তা মুক্তি পাবে বলে আশা। ফলে ভক্তদের উন্মাদনা চরমে পৌঁছে গিয়েছে। নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে খবর, “ডানকি ড্রপ ১ এবং দারুণ পোস্টারের পরে আগামী ২২ নভেম্বর, ২০২৩ তারিখে নির্মাতারা ‘ডানকি’ ছবির প্রথম গানটি ‘লট পট গ্যয়া’ প্রকাশ করবে। রোম্যান্টিক এই গানটি মন ছোঁবে ভক্তদের। দুর্দান্ত সুর এবং কোয়ার্কি নাচের মুভ, এই দুইয়ের ফলে সকলেই নেচে উঠতে পারবেন।”

advertisement

আরও পড়ুন: ‘সুশান্তের শ্রাদ্ধে পর্যন্ত যাইনি…’, প্রাক্তন প্রেমিককে নিয়ে বিস্ফোরক অঙ্কিতা

আরও পড়ুন: ওজন বেড়ে গিয়েছে সৌমিতৃষার! ছবি মুক্তির আগে ‘মিঠাই’-এর আফসোস? কী বললেন তিনি

জন্মদিনে ডানকি ছবির টিজার এক্স-এ প্রকাশ করে শাহরুখ খান লিখেছেন, “একজন সরল-সাধারণ এবং প্রকৃত মানুষের গল্প। যিনি নিজের স্বপ্ন এবং ইচ্ছা পূরণ করার চেষ্টা করছেন। বন্ধুত্ব, ভালবাসা, এবং একসঙ্গে থাকার… ঘর নামক সম্পর্কের মধ্যে থাকা! একজন হৃদয়গ্রাহী গল্পকারের বলা একটা মন ছুঁয়ে যাওয়া গল্প। এই সফরের অংশ হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত এবং আমি আশা করি, আপনারাও আমার পাশে থাকুন। #DunkiDrop1 এসে গিয়েছে। বড়দিনে গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে #Dunki।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত ‘ডানকি’ আসলে চার বন্ধুর গল্প। আর বিদেশের মাটিতে পা রাখার জন্য তাঁদের যে আপ্রাণ চেষ্টা, সেটা মন ছুঁয়ে যাবে ভক্তদের। আসলে নিজেদের স্বপ্নকে বাস্তব করার জন্য ওই চার বন্ধু যে যাত্রায় পাড়ি দেবেন, সেটা তাঁদের জীবন পুরোপুরি বদলে দেবে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: বড়দিনে আসছে ‘ডানকি’! তার আগেই ভক্তদের বিশেষ উপহার দিচ্ছেন শাহরুখ, জানেন কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল