TRENDING:

Lust Stories 2 Review: ‘লাস্ট স্টোরিজ ২’-এ মন ভরালেন নীনা, কাজল, তামান্না-বিজয়ের জুটি গড়পড়তা, একঘেয়ে

Last Updated:

Lust Stories 2 Review: এর মধ্যে মন ভরাতে পারল দু’টি গল্প৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঠিক মন ভরল না৷ বলা চলে আংশিক মন ভরলো বলা চলে৷ নেটফ্লিক্সে সদ্য মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘লাস্ট স্টোরিজ ২’ নিয়ে সে কথাই বলা চলে৷ তবে আগের মতোই, ‘লাভ’ নয়, ‘লাস্ট’-এই প্রাধান্য রইল এই সিরিজের৷ এই সিরিজে রয়েছে মোট চারটি ছবি৷ এই ছবিগুলি পরিচালনা করেছেন আর বাল্কি, সুজয় ঘোষ, অমিত আর শর্মা ও কঙ্কনা সেনশর্মা৷ কিন্তু এর মধ্যে মন ভারতে পারল দু’টি গল্প৷
লাস্ট স্টোরিজ রিভিউ
লাস্ট স্টোরিজ রিভিউ
advertisement

প্রথম দু’টি গল্প দেখে যতটা মন ভরল, বাকি দু’টো দেখে সত্যিই মন ভরে না৷ যেগুলিতে মন ভরল, সেগুলিতে অভিনয় করেছেন নীনা গুপ্তা, আর কাজল৷ নীনা এক বৃদ্ধার চরিত্রে অভিনয় করেছেন, যে চরিত্র ভেদা (মুনাল ঠাকুর) অর্জুন (অঙ্গদ বেদি)-কে বিবাহের বিষয়ে নানারকম পরামর্শ দেয়৷ এই নীনা গুপ্তা এই দু’জনের বিয়ের আগে বুঝিয়ে বলতে চেষ্টা করে, বিয়ের আগে যৌনতা করা উচিত না উচিত নয়৷ কিন্তু সেই বিষয়টিই এক অদ্ভুত উচ্চতায় পৌঁছয়৷

advertisement

আরও পড়ুন: হাতের পাঁচ ৩৩৭ নিয়েই কাজ শুরু কমিশনের! কোন কোন জেলায় বিশেষ নজর? রইল বিস্তারিত তালিকা

আরও পড়ুন: ঠিক কত পেলে পাশ করা যাবে টেট? নম্বর নিয়ে বিরোধ দুই বিচারপতির মধ্যেই, নজিরবিহীন ঘটনা

শেষ গল্পটি পরিচালনা করেছেন অমিত শর্মা৷ ছবিটির চরিত্রে অভিনয় করেছে কাজ, তাঁর চরিত্রের নাম দিব্যানী সিং৷ স্বামীকে নিয়ে ক্লান্ত দিব্যানী৷ তাঁর জীবনের বিশ্লেষণে এক অদ্ভুত পরিণতিতে পৌঁছে যায় গল্পটি৷ দিব্যানীর ছেলে যখন পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে, তার পরেই এদের সামনে এসে পড়ে এক অদ্ভুত ঘটনা, যা চমকপ্রদ৷

advertisement

দু’টি হতাশাজনক এপিসোড হল সুজয় ঘোষের ‘সেক্স উইথ এক্স’, যেটিতে অভিনয় করেছেন বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া৷ এই ছবিটি একেবারেই মন ভরাতে পারেনি৷ খুব সাধারণের তুলনাতেও এটি খারাপ৷ এ ছাড়াও একটি ছবি রয়েছে কঙ্কনা সেনশর্মার৷ তাঁর গল্পের নাম দ্যা মিরর৷ একটি পরিবারের এক বধূর গল্প, যে তাঁর বাড়ির পরিচারিকার সঙ্গে স্বামীকে যৌনতা করতে দেখে উত্তেজিত হয়৷ তবে এই গল্পটি একেবারেই বাস্তব সম্মত নয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই সিরিজটি সামগ্রিক ভাবে না হলেও আলাদা আলাদা কয়েকটি পারফর্মেন্সের জন্য মনে রাখার মতো৷ একদিকে যেমন বলতেই হয় নীনা গুপ্তার কথা৷ তিনি বৃদ্ধার চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন৷ তাঁর একটি সংলাপ আছে, ‘যেখানে যৌনতা নেই, সেখানে ভালবাসা নেই৷’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lust Stories 2 Review: ‘লাস্ট স্টোরিজ ২’-এ মন ভরালেন নীনা, কাজল, তামান্না-বিজয়ের জুটি গড়পড়তা, একঘেয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল