দিল্লি শহরের প্রাণকেন্দ্রেই এই কাফের অবস্থান। এই কাফেই বুনে দিয়েছিল বলিউডের বাদশা শাহরুখ খানের জীবনের প্রেমের কাহিনীও। ফলে বোঝাই যাচ্ছে যে, এই কাফেটি বেশ জনপ্রিয়। আর এখানে পা পড়েছে সেলিব্রিটিদের। কাফেটির নাম হল ‘নিরুলাস’। কনট প্লেসে গেলেই দেখা মিলবে এই নামকরা কাফের। ফলে যাঁরা দিল্লিতে থাকেন কিংবা কাজে দিল্লি যাবেন, তাঁরা এক বার ঘুরে আসতেই পারেন এই কাফেতে।
advertisement
আরও পড়ুনঃ ঘনীভূত ঘূর্ণাবর্ত! রাজ্যের আমূল ভোলবদল, কোন কোন জেলায় ঝড়বৃষ্টির তাণ্ডব? জানুন
বহু পুরনো এই কাফেটিকে কনট প্লেস অঞ্চলের প্রথম কাফে বলে মনে করা হয়। নিরুলাস কাফের মালিক সুমেধা সিঙ্গলের কথায়, ১৯৭৭ সালে চালু হয়েছিল এই কাফেটি। তখনকার দিনে দিল্লির প্রথম ফাস্ট ফুড রেস্তোরাঁ ছিল এটিই। সুমেধার আরও দাবি, বর্তমান স্ত্রী তথা তৎকালীন প্রেমিকা গৌরী খানের সঙ্গে হামেশাই এখানে আসতেন অভিনেতা শাহরুখ খান।
আরও পড়ুনঃ গভীর রাত থেকেই প্রবল বৃষ্টির আশঙ্কা, তোলপাড় হবে উত্তর-দক্ষিণের ‘এই’ জেলাগুলি
ফলে এই কাফেকে কিং খানের প্রেমের সাক্ষীও বলা যেতে পারে। শুধু তা-ই নয়, দিল্লিতে এলেই অন্যান্য তারকারাও ঢুঁ মারেন নিরুলাস-এ। সুস্মিতা সেন, অনিল কাপুর, বরুণ ধাওয়ান, অনুপম খের, সোনম কাপুর, অনন্যা পাণ্ডে, আমিশা প্যাটেল, মনীশ পলের মতো তারকাদের দেখা গিয়েছে এই কাফেতে। এমনকী এখানকার চকোলেট ফাজ প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের বড়ই প্রিয়!
কিন্তু কীভাবে পৌঁছনো যাবে এই কাফেটিতে? এখানে আসার জন্য ব্লুলাইন মেট্রো ধরে রাজীব চক স্টেশনে পৌঁছতে হবে। এর পর ওই স্টেশন থেকে ৫ নম্বর গেট দিয়ে বেরোতে হবে। ওই গেটের কিছুটা দূরে এম ব্লকেই রয়েছে নিরুলাস। আর সবথেকে মজার বিষয় হচ্ছে, এটি সপ্তাহের ৭ দিনই খোলা থাকে। আর সকাল ১১টা থেকে পরের দিন ভোর ৪টে পর্যন্ত খোলা থাকে দেশের সবথেকে পুরনো ফাস্টফুড চেন – নিরুলাস।