ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে। ভিকি কৌশল ও আলিয়া ভাট ইনস্টাগ্রামে ছবির নাম ও কাস্ট শেয়ার করেছেন ভক্তদের জন্য। ছবিটি আদ্যপান্ত প্রেম এবং ত্রিকোণ প্রেম নিয়ে তৈরি হবে বলে জানা গিয়েছে। বি-টাউনে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল সঞ্জয় লীলা বানশালীর আগামী ছবিতে থাকছেন ‘রালিয়া’। সিলমোহর জল্পনায়।
আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসার, কেমোথেরাপি নিয়েই জিমে সঞ্জয় দত্ত! বলিউডের ‘বাবা’ এখন কেমন আছেন?
advertisement
আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?
এর আগে আলিয়া-সলমানকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল বনশালীর। পরবর্তীতে রণবীর সিং-আলিয়াকে নিয়ে ‘বৈয়জু বাওয়ারা’র ভাবনাও এখনও বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছেন ‘বাজিরাও মস্তানি’ পরিচালক। জানা যাচ্ছে, যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো প্রেমের গল্প হতে চলেছে ‘লভ অ্যান্ড ওয়ার’।
শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখা যাবে ছবিটিতে। এছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাতি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের দেখা যাবে ছবিতে। থাকবেন টলিউডের কয়েকজন জনপ্রিয় মুখও। ভিকি আলিয়া ও রণবীরের নতুন ছবি নিয়ে খুবই উৎফুল্ল ভক্তরা।