TRENDING:

Love and War: ত্রিকোণ প্রেমে হাবুডুবু রণবীর-আলিয়া-ভিকির, আর তাই নিয়ে গল্প লিখেছেন বনশালী! নাম 'লভ অ্যান্ড ওয়ার'

Last Updated:

Love and War: ছবির নাম 'লভ অ্যান্ড ওয়ার', মুখ্য ভূমিকায় তিন অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ১৭ বছর পর ফের বনশালীর ছবিতে রণবীর কাপুর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: সঞ্জয় লীলা বনশালীর নতুন ছবি ঘোষণা হয়ে গেল। ছবির নাম ‘লভ অ্যান্ড ওয়ার’, মুখ্য ভূমিকায় তিন অভিনেতা রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। ১৭ বছর পর ফের বনশালীর ছবিতে রণবীর কাপুর। সঞ্জয়ের ‘সাওয়ারিয়া’ ছবি দিয়েই বলিউডে যাত্রা শুরু করেছিলেন রণবীর। অন্যদিকে, ‘গঙ্গুবাঈ’-এর সাফল্যের পর ফের আলিয়া কাজ করবেন বনশালীর ছবিতে। ভিকির প্রথম ছবি এসএলবি-র স্কুলে।
রণবীর-আলিয়া-ভিকির নতুন ছবি লভ অ্যান্ড ওয়ার
রণবীর-আলিয়া-ভিকির নতুন ছবি লভ অ্যান্ড ওয়ার
advertisement

ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের বড়দিনে। ভিকি কৌশল ও আলিয়া ভাট ইনস্টাগ্রামে ছবির নাম ও কাস্ট শেয়ার করেছেন ভক্তদের জন্য। ছবিটি আদ্যপান্ত প্রেম এবং ত্রিকোণ প্রেম নিয়ে তৈরি হবে বলে জানা গিয়েছে। বি-টাউনে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল সঞ্জয় লীলা বানশালীর আগামী ছবিতে থাকছেন ‘রালিয়া’। সিলমোহর জল্পনায়।

আরও পড়ুন: ফুসফুসের ফোর্থ স্টেজ ক্যানসার, কেমোথেরাপি নিয়েই জিমে সঞ্জয় দত্ত! বলিউডের ‘বাবা’ এখন কেমন আছেন?

advertisement

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

এর আগে আলিয়া-সলমানকে নিয়ে ‘ইনশাআল্লাহ’ তৈরির পরিকল্পনা ভেস্তে গিয়েছিল বনশালীর। পরবর্তীতে রণবীর সিং-আলিয়াকে নিয়ে ‘বৈয়জু বাওয়ারা’র ভাবনাও এখনও বাস্তবায়িত হয়নি। কিন্তু এবার ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে আসছেন ‘বাজিরাও মস্তানি’ পরিচালক। জানা যাচ্ছে, যুদ্ধের প্রেক্ষাপটে সাজানো প্রেমের গল্প হতে চলেছে ‘লভ অ্যান্ড ওয়ার’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

শোনা যাচ্ছে, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে দেখা যাবে ছবিটিতে। এছাড়াও তামিল, তেলুগু, কন্নড়, মালায়লম, গুজরাতি, মারাঠি ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকাদের দেখা যাবে ছবিতে। থাকবেন টলিউডের কয়েকজন জনপ্রিয় মুখও। ভিকি আলিয়া ও রণবীরের নতুন ছবি নিয়ে খুবই উ‍ৎফুল্ল ভক্তরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Love and War: ত্রিকোণ প্রেমে হাবুডুবু রণবীর-আলিয়া-ভিকির, আর তাই নিয়ে গল্প লিখেছেন বনশালী! নাম 'লভ অ্যান্ড ওয়ার'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল