মানুষ ঈশ্বরের কাছে আর্তি জানায়, তাঁর কাছেই মঙ্গল কামনা করে। এক কথায় মানুষ ঈশ্বরের শরণাপন্ন। কিন্তু ভাবুন ঈশ্বর যদি মানুষের শরণে আসে? এমনই কাহিনি এবার দর্শকের সামনে আনবেন কৌশিক গঙ্গোপাধ্যায়। তবে পরিচালকের এই গল্প নেহাতই চিত্রনাট্য নয়, সত্য ঘটনা অবলম্বনেই তৈরি। পোস্টারে উজানের কোলে এক শিশুকন্যা। তার চারটে হাত। এই মেয়েকে ঘিরেই এগোবে ছবির গল্প।
advertisement
আরও পড়ুন: গাছ থেকে লাফ দিয়ে বাঁদরকে ছিঁড়ে খেল চিতাবাঘ, রুদ্ধশ্বাস ভিডিও ভাইরাল
নিজের প্রতি উদাসীন, এলোমেলো জীবন যাপনে অভ্যস্ত একটি মানুষের কাহিনি। প্রথমবার বাবার হাত ধরে বড়পর্দায় আসছেন উজান। তবে শুধুমাত্র প্রথমবার উজানের নয়, কৌশিকেরও। কারণ এই প্রথমবার শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি তৈরি করছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, উজানের ডেবিউ ছবি 'রসগোল্লা'-রও প্রযোজক শিবু-নন্দিতা। তরুণ প্রজন্মকে নিয়ে গল্প বাঁধছেন পরিচালক।
আরও পড়ুন: সরকারি স্কুলে ১৬১৬ শূন্যপদে শিক্ষক নিয়োগ, বিস্তারিত জানুন
এ প্রজন্মের তরুণ মানেই সে খারাপ, যা কিছু ভালো সব আগের। এই ধারণাকেই ভাঙতে চলেছেন কৌশিক। ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এই ছবির পোস্টার। এবার পালা ছবির।