সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘‘আমি এবং আমার বোন দুজনেই ভোট দিতে গেলাম। এর আগেও ভোট দিয়েছি। এখন শুনলাম আমাদের নাকি ভোটার লিস্টে নাম নেই।’’
আরও পড়ুন: ফের নজরে সন্দেশখালি! রেখা পাত্রকে ভোট দিতে বাধা তৃণমূল এজেন্টের? বড় অভিযোগ বিজেপির
স্বস্তিকা মুখোপাধ্যায় আরও বলেন, ‘‘আমার ভোটার কার্ড হারিয়ে গিয়েছে, আমার বোনের ভোটার কার্ড রয়েছে। তা সত্ত্বেও কীভাবে নাম উড়ে গেল বুঝতে পারছি না।’’
আরও পড়ুন: এই গাছ যেন ওষুধের ATM! ছোট্ট পাতাই রুখবে ডায়াবেটিস, ক্যানসারের কাল ইমিউনিটি বাড়ায়
ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি স্বস্তিকার আরও অভিযোগ তাঁরা যে বহুতলে থাকেন, সেখানকার মন অনেক প্রবীণ আছেন, যাঁরা কোনও ভাবেই বুথে যাওয়ার মতো অবস্থায় নেই। তাঁদের নামও সরানো হয়নি। যাঁরা শহর ছেড়ে বাইরে বহু কাল এমন অনেকের নামও রয়ে গিয়েছে। অথচ, বাদ পড়ে গেলেন তাঁরা দুই বোন।