TRENDING:

সন্তানকে স্তন্যদানের ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন এই অভিনেত্রী !

Last Updated:

বলিউডে করিনা কাপুর দেখিয়ে দিয়েছেন, সেলিব্রিটি মা ঠিক কেমন হওয়া উচিত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে করিনা কাপুর দেখিয়ে দিয়েছেন, সেলিব্রিটি মা ঠিক কেমন হওয়া উচিত ৷ প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই মিডিয়ার কাছে প্রায় কোনও কিছুই লুকিয়ে রাখতে চাননি করিনা ৷ এমনকী, সন্তান তৈমুর হওয়ার পরও মিডিয়া থেকে সন্তানকে লুকিয়ে রাখেননি করিনা কাপুর ৷ এবার যেন সেই রাস্তাতেই হাঁটলেন অভিনেত্রী লিসা হেডেন ৷ সম্প্রতি সন্তানকে স্তন্যদানের ছবি পোস্ট করলেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ৷
advertisement

তবে শুধুই যে একটা ছবি পোস্ট করা, তা কিন্তু লিসার উদ্দেশ্য ছিল না ৷ এর প্রেক্ষাপটে ছিল বিশ্বের মানুষদের কাছে এক বার্তা পৌঁছে দেওয়া ৷ বিশেষ করে মায়েদের বার্তা দেওয়াই ছিল লিসার উদ্দেশ্য ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিসা লিখলেন, ‘মাতৃত্বের পর অনেকেই শরীরের শেপ নষ্ট হয়ে যাবে এই নিয়ে দুশ্চিন্তা করেন ৷ এমনকী, সন্তানকে দুগ্ধপান করালে ব্রেস্টের মাপ নষ্ট হয়ে যেতে পারে তা নিয়েও অনেকে চিন্তা করেন ৷ কিন্তু আমি বলব, মা হওয়ার পর শরীরকে ঠিক রাখতে এই দুগ্ধপান খুবই প্রয়োজন ৷ এতে সন্তানের যেমন স্বাস্থ্যের উন্নতি হয় ৷ তেমনি সন্তানের সঙ্গে এক আত্মিক বন্ধন তৈরি হয় !’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
সন্তানকে স্তন্যদানের ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন এই অভিনেত্রী !