এরই মধ্যে, লাইগার নির্মাতারা আজ ছবিটি থেকে দ্বিতীয় প্রচার দিয়েছেন। ওয়াট লাগা দেঙ্গে শিরোনাম, গানটি বিজয় দেবেরকোন্ডার চরিত্রের মনোভাব নিয়ে। ট্র্যাকটি একজন কিকবক্সারের অদম্য সাহসের কথা বলে, যে অসংখ্য বাধা সত্ত্বেও হাল ছেড়ে দিতে নারাজ। ছবির মিউজিক কম্পোজার সুনীল কাশ্যপ।
আরও পড়ুন: বিজয় দেবেরকোন্ডা শেষ কবে সঙ্গমে লিপ্ত হয়েছেন? দ্রুত লাফিয়ে উঠে উত্তর দিলেন অনন্যা
advertisement
ভিডি এবং অনন্যা পান্ডেকে মুম্বাইয়ের রাস্তাগুলিকে একটি মঞ্চে পরিণত করে ফেলেছেন। এই দুজন তাঁদের পরবর্তী সম্পর্ক নিয়েও জল্পনা তৈরি হয়ে গিয়েছে অনেকের মনে। পুরী জগন্নাধের পরিচালনায় নির্মিত এই বহুল প্রত্যাশিত সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ ক্যামিওতে দেখা যাবে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। পাশাপাশি রাম্যা কৃষ্ণান, রনিত রায়, বিশু রেড্ডি, আলি, মকরন্দ দেশপান্ডে এবং গেটআপ শ্রীনু আরও অনেকে রয়েছেন এখানে।
আরও পড়ুন: রহস্য উপন্যাসের মূল চরিত্রে সোনাক্ষী সিনহা! পরিচালনায় আত্মপ্রকাশ ভাই কুশের
বিজয় দেবেরকোন্ডা যেহেতু তার পরবর্তী ছবিতে একজন কিকবক্সারের ভূমিকায় অভিনয় করেছেন, তাই তাকে শরীর ঠিকঠাক করার জন্য প্রচুর প্রশিক্ষণ নিতে হয়েছিল। থাইল্যান্ডের কোচ লাইগারের স্টান্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন এবং ফ্লিকের অ্যাকশন সিকোয়েন্সগুলো কোরিওগ্রাফ করেছেন।
প্রকল্পটি এই বছরের ২৫ আগস্ট সারা দেশে হিন্দি, তেলেগু, তামিল, কন্নড় এবং মালায়লাম সিনেমা হলগুলিতে প্রদর্শিত হবে।