TRENDING:

Lata Mangeshkar Unreleased Songs: 'ঠিক নেহি হ্যায়' থেকে 'ইয়ে হসিন রাত', লতা মঙ্গেশকরের মুক্তি না পাওয়া গানগুলি...

Last Updated:

এরই সঙ্গে লতা মঙ্গেশকর কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তাঁর আরেকটি এমনই মুক্তি না পাওয়া গানের কথা জানিয়েছিলেন (Lata Mangeshkar Unreleased Songs)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। দেশজুড়ে শোকের ছায়া। ভারতীয় শিল্পজগতের অপূরণীয় ক্ষতি হিসেবেই ৬ ফেব্রুয়ারিকে দেখছেন সকলে। প্রায় ৮ দশক ধরে নিজের সুরের জাদুকে মুগ্ধ করে রেখেছিলেন সঙ্গীতপ্রেমীদের। ক্লাসিকাল থেকে ক্যাবারে, হিন্দি-বাংলা-অসমিয়া-- অসংখ্য গান গেয়েছেন লতা মঙ্গেশকর। গিনিজ বুকে নাম রয়েছে তাঁর, ভারতরত্ন পুরষ্কার পেয়েছিলেন তিনি। কোনও সীমায় তাঁর গানকে বেঁধে রাখা যায়নি। হাজারের বেশি গান গেয়েছেন প্রায় ৩৬টি ভাষায়, এমন কিংবদন্তী শিল্পীর প্রয়াণে শোকস্তবদ্ধ গোটা ভারত।
লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর
advertisement

আরও পড়ুন: ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণ, শোকবার্তা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

হোটো মে অ্যায়সি বাত, কোরা কাগজ থা ইয়ে মন মেরা-র মতো অসংখ্য সুপারহিট গান রয়েছে লতা মঙ্গেশকরের কণ্ঠে। ৮০ বছরের কেরিয়ারে ৯২ বছরের লতার বেশ কয়েকটি গান রয়েছে যেগুলি এখনও মুক্তি পায়নি (Lata Mangeshkar Unreleased Songs)। জানা গিয়েছে, পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ ২০২১ সালে লতা মঙ্গেশকরের তেমনই এক গানের কথা প্রকাশ্যে এনেছিলেন। ৯০-এর দশকে রেকর্ড হওয়া এই গানের নাম 'ঠিক নহি হ্যায়', লিখেছিলেন গুলজার (Lata Mangeshkar Unreleased Songs)। পরে বিশাল ভরদ্বাজ সেই গান প্রকাশ্যে এনেছেন। শুনুন সেই গান...

advertisement

এরই সঙ্গে লতা মঙ্গেশকর কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে তাঁর আরেকটি এমনই মুক্তি না পাওয়া গানের কথা জানিয়েছিলেন (Lata Mangeshkar Unreleased Songs)। যশুদাসের সঙ্গে ডুয়েট ছিল তাঁর সেই গানে, নাম 'ইয়ে হসি রাত'। গানটি কম্পোজ করেছিলেন খৈয়াম। সেই গান কোনও ছবিতে ব্যবহার হয়নি। সেই গানটিও খুবই প্রিয় ছিল লতা মঙ্গেশকরের। তিনি জানিয়েছিলেন, মহম্মদ রফি, কিশোর কুমার, আশা ভোঁসলে ও মুকেশের সঙ্গে গাওয়া এমন গানই রয়েছে যা শেষ পর্যন্ত আর মুক্তি পায়নি।

advertisement

আরও পড়ুন: লড়াই শেষ, প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

সেরা ভিডিও

আরও দেখুন
দেবী অংশ নেন 'প্রতিযোগিতায়'! কার নিরঞ্জন আগে হবে, ঠিক করে ফলাফল! পুরোটা জানুন
আরও দেখুন

মুম্বইয়ের হাসপাতালে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর (Lata Mangeshkar Died)। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। শনিবার ফের শারীরিক অবস্থার অবনতি হয় কিংবদন্তি গায়িকার। আবার লতা মঙ্গেশকরকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়েছে এবং তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল। রবিবার পাড়ি দিলেন অমৃতলোকে (Lata Mangeshkar Died)।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lata Mangeshkar Unreleased Songs: 'ঠিক নেহি হ্যায়' থেকে 'ইয়ে হসিন রাত', লতা মঙ্গেশকরের মুক্তি না পাওয়া গানগুলি...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল