TRENDING:

Aye Mere Watan Ke Logo: সিগারেটের ফয়েলে লেখা এই গান চোখে জল এনে দিয়েছিল নেহেরুর!

Last Updated:

Remembering Legend Lata Mangeskar: প্রথমবার গানটি শুনে লতা নিজেই কেঁদে ফেলেছিলেন বলে জানা যায়। তক্ষুণি গানটি গাইতে রাজি হন তিনি তবে শর্ত দেন যে প্রদীপকে উপস্থিত থাকতে হবে রিহার্সালে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সাল ১৯৬৩। ২৭ জানুয়ারি, জাতীয় স্টেডিয়ামে গান গাইছেন লতা মঙ্গেশকর। স্তব্ধ হয়ে রয়েছে দর্শক শ্রোতারা। পাশে বসে রয়েছেন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন (President Dr S Radhakrishnan) এবং প্রধানমন্ত্রী জওহর লাল নেহরু (Prime minister Jawahar Lal Nehru)। সেই গানের সুর চোখ দিয়ে জল নামিয়ে আনছে দেশের প্রধানমন্ত্রীর। ভারত-চিন যুদ্ধের (Sino-Indian War) পরে রচিত “অ্যায় মেরে ওয়াতান কে লোগো” (Aye Mere Watan Ke Logo) সেই তখন থেকেই ভারতীয় জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছে। “সত্যিকারের ভারত এই গানটি দ্বারা চূড়ান্তভাবে অনুপ্রাণিত হবে”, ওই মঞ্চেই বলেছিলেন নেহেরু।
advertisement

দিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে ভারতীয় যুদ্ধে নিহত সেনাদের স্ত্রীদের জন্য তহবিল সংগ্রহে চলচ্চিত্র জগত আয়োজিত এই অনুষ্ঠানে গান (Aye Mere Watan Ke Logo) গেয়েছিলেন লতা (Lata Mangeshkar)। শোনা যায়, সাড়ে ছয় মিনিটের গানটি গাইতেই পণ্ডিত জওহরলাল নেহরুর চোখ ছলছল করে উঠল। গানটির (Aye Mere Watan Ke Logo) সুর করেছিলেন সি রামচন্দ্র। তবে গানটিকে ঘিরে অনেক অজানা গল্পও রয়েছে।

advertisement

সিগারেটের বাক্সের অ্যালুমিনিয়াম ফয়েলে লেখা হয় গানটি:

গানটির রচয়িতা কবি প্রদীপ জানিয়েছিলেন, মুম্বইয়ের মাহিম সৈকতে হাঁটতে হাঁটতে হঠাৎই “অ্যায় মেরে ওয়াতন কে লোগো” গানটি লাইনগুলি তাঁর মাথায় আসে। হাতের কাছে না ছিল পেন, না ছিল কাগজ। পথচারী একজন অপরিচিতর থেকে কলম ধার চান প্রদীপ। তারপর সিগারেটের বাক্সের অ্যালুমিনিয়াম ফয়েলে লিখে ফেলেন বিখ্যাত লাইনগুলি।

advertisement

আরও পড়ুন- ছুটে গেলেন হেমন্ত কুমার, অবশেষে রাজি হলেন লতা, ইতিহাস তৈরি করল ‘বন্দেমাতরম’!

লতা এবং সুরকারের মতপার্থক্য:

ঠিক হয়েছিল লতা মঙ্গেশকর গানটি গাইবেন এবং সি রামচন্দ্র সুর দেবেন। কিন্তু সুরকারের সঙ্গে মতপার্থক্য হওয়ায় গানটি না গাওয়ারই সিদ্ধান্ত নেন লতা।

তখন আশা ভোঁসলেকে গানটি গাইতে বলা হয়। কিন্তু প্রদীপ অনড় ছিলেন, লতাকে দিয়েই গানটি গাওয়াবেন। তাঁর মতে, লতার কণ্ঠই একমাত্র এই গানটির অনুভূতিকে ধরতে পারবে, তা প্রসার করতে পারবে। প্রদীপ লতাকে শেষমেশ গানটি গাইতে রাজিও করান।

advertisement

গানটি প্রথমবার শুনে কেঁদে ফেলেছিলেন লতা:

প্রথমবার গানটি শুনে লতা নিজেই কেঁদে ফেলেছিলেন বলে জানা যায়। তক্ষুণি গানটি গাইতে রাজি হন তিনি তবে শর্ত দেন যে প্রদীপকে উপস্থিত থাকতে হবে রিহার্সালে।

আরও পড়ুন- চলে গেলেন সুরসম্রাজ্ঞী, রয়ে গেল সুরেলা-সাম্রাজ্য! শুনুন লতার সেরা গানগুলি...

লতা এবং আশার কথা ছিল গানটি গাওয়ার:

advertisement

গানটি শোনার পর লতার পরামর্শ ছিল যে দ্বৈতকণ্ঠে গানটি গাওয়া উচিত। কিন্তু প্রদীপ চেয়েছিলেন লতা একাই গানটি গাইবেন। লতা এবং আশা দু’জনেই গানটির রিহার্সাল দিলেও আশা পরে গানটি থেকে নিজেকে সরিয়ে নেন। লতা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও আশা রাজি হননি। শোনা যায় হেমন্ত মুখোপাধ্যায়ও চেষ্টা করে আশাকে রাজি করাতে পারেননি। এরপর দিল্লিতে একাই গানটি গেয়েছিলেন লতা।

রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরুর উপস্থিতিতে লতা যখন ন্যাশনাল স্টেডিয়ামে গানটি গান চোখ ছলছল করে ওঠে তৎকালীন প্রধানমন্ত্রীর।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১৯৬৩ সালের ২৭ জানুয়ারি ন্যাশনাল স্টেডিয়ামের অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে বিমর্ষ হন কবি প্রদীপ। এর মাস দুই পরে, যখন নেহেরু একটি স্কুলের অনুষ্ঠানের জন্য মুম্বই আসেন, তখন কবি প্রদীপ তাঁর সামনে এই গানটি গেয়েছিলেন। নিজের হাতে লেখা এই গানটি নেহেরুকে উপহারও দেন তিনি।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Aye Mere Watan Ke Logo: সিগারেটের ফয়েলে লেখা এই গান চোখে জল এনে দিয়েছিল নেহেরুর!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল