দেশান্তরী শিল্পপতির ভুল মুহূর্তের মধ্যে ধরা পড়ে গিয়েছে নেটিজেনদের কাছে ৷ সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মিম ! নেটনাগরিকদের রসিক মন্তব্য, সম্পর্কের ঘোষণা করতে গিয়ে ললিত মোদি বেশি উত্তেজিত হয়ে পড়েছেন৷ প্রসঙ্গত বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷ পাশাপাশি, ট্যুইটে সুস্মিতার নামের সঙ্গে ‘বেটারহাফ’ পরিচয় পাল্টে যায় ‘বেটার লুকিং’ পার্টনারে৷
advertisement
আরও পড়ুন : শরীর জুড়ে নরম রোদ, দেখুন বিকিনিসুন্দরী ‘দঙ্গলকন্যা’-কে
এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷’’
যাঁর তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !
আরও পড়ুন : স্বচ্ছ পোশাকের নীচে অন্তর্বাসই লাস্যময়ী এষার রূপের চুম্বক, রইল অ্যালবাম
তবে ললিত মোদি সত্যিই বাংলার জামাই হবেন কিনা তা নিয়ে সুস্মিতার ঘনিষ্ঠরা কিছু বললেনি৷ তাঁর বাবা জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না৷ প্রাক্তন প্রেমিক রহমান শোল অবশ্য সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর কথায়, ‘‘তাঁদের জন্য আনন্দিত হোন না! প্রেম সুন্দর৷ আমি এটুকু বলতে পারি যদি সুস্মিতা কাউকে পছন্দ করেন তাহলে তিনি সত্যিই তাঁর যোগ্য৷’’