TRENDING:

Lalit Modi and Sushmita Sen: প্রেমবার্তায় সুস্মিতার প্যারোডি অ্যাকাউন্টে ট্যাগ! সম্পর্কের আনন্দে ললিত মোদি অত্যন্ত ‘রোমাঞ্চিত’, মত নেটদুনিয়ার

Last Updated:

Lalit Modi and Sushmita Sen: সম্পর্কের ঘোষণাবার্তামূলক ট্যুইটে ললিত মোদি ট্যাগ করেছেন সুস্মিতা সেনের একটি প্যারডি অ্যাকাউন্টে৷ তাঁর আসল অ্যাকাউন্টে নয় !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ললিত মোদি ও সুস্মিতা সেনের সম্পর্কের ‘সেনসেশন’-এ এখনও মগ্ন সামাজিক মাধ্যম ৷ নেটিজেনরা কার্যত ঈথার সমুদ্রে ডুব দিয়ে বার করে আনছেন পুরনো ট্যুইট থেকে অতীত হ্যাশট্যাগ, যা কোনওসময় জড়িয়ে ছিল সুস্মিতা সেনের সঙ্গে এবং যা অনুসরণ করেছিলেন শিল্পপতি ললিত মোদি ৷ ইতিমধ্যেই ললিতের ‘রিপ্লাই মাই এসএমএস’ ট্যুইটের মিম বেরিয়ে গিয়েছে ৷ এ বার জানা গেল, সম্পর্কের ঘোষণাবার্তামূলক ট্যুইটে ললিত মোদি ট্যাগ করেছেন সুস্মিতা সেনের একটি প্যারডি অ্যাকাউন্টে৷ তাঁর আসল অ্যাকাউন্টে নয় !
Lalit Modi and Sushmita Sen
Lalit Modi and Sushmita Sen
advertisement

দেশান্তরী শিল্পপতির ভুল মুহূর্তের মধ্যে ধরা পড়ে গিয়েছে নেটিজেনদের কাছে ৷ সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক মিম ! নেটনাগরিকদের রসিক মন্তব্য, সম্পর্কের ঘোষণা করতে গিয়ে ললিত মোদি বেশি উত্তেজিত হয়ে পড়েছেন৷ প্রসঙ্গত বৃহস্পতিবার ট্যুইট করে ললিত মোদি লেখেন, ‘‘সপরিবার মলদ্বীপ, সার্ডিনিয়া-সহ বিশ্বসফরের পর সবে ফিরেছি লন্ডনে ৷ অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয় ! অবশেষে জীবনে এক নতুন সূত্রপাত ৷ মনে হচ্ছে চাঁদে রয়েছি৷’’ পরে ললিত সংযোজন করেন তাঁর ট্যুইটে ৷ জানান, বিয়ে হয়নি, তবে তাঁরা প্রণয়ের সম্পর্কে রয়েছেন ৷ বিয়েও হবে একদিন ৷ পাশাপাশি, ট্যুইটে সুস্মিতার নামের সঙ্গে ‘বেটারহাফ’ পরিচয় পাল্টে যায় ‘বেটার লুকিং’ পার্টনারে৷

advertisement

আরও পড়ুন :  শরীর জুড়ে নরম রোদ, দেখুন বিকিনিসুন্দরী ‘দঙ্গলকন্যা’-কে

এ প্রসঙ্গে নীরবতা ভেঙেছেন প্রাক্তন বিশ্বসুন্দরীও৷ ইনস্টাগ্রামে মেয়েদের সঙ্গে ছবি পোস্ট করে জানিয়েছেন তিনি আনন্দময় জায়গায় আছেন৷ বিয়ে হয়নি৷ আংটি নেই৷ তাঁকে আবৃত করে আছে নিঃশর্ত ভালবাসা ৷ অনেক কথা বলা হয়ে গিয়েছে৷ এ বার জীবন ও কাজে ফিরতে হবে ৷’’

advertisement

যাঁর তাঁর সঙ্গে খুশি ভাগ করে নিয়েছেন বরাবর তাঁদের তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন৷ আর যাঁরা সেটা করেননি তাঁদের সেটা মাথাব্যথাও নয় বলে সুস্মিতার মন্তব্য৷ ট্যুইটবার্তার শেষে দুগ্গা দুগ্গা !

আরও পড়ুন :  স্বচ্ছ পোশাকের নীচে অন্তর্বাসই লাস্যময়ী এষার রূপের চুম্বক, রইল অ্যালবাম

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে ললিত মোদি সত্যিই বাংলার জামাই হবেন কিনা তা নিয়ে সুস্মিতার ঘনিষ্ঠরা কিছু বললেনি৷ তাঁর বাবা জানিয়েছেন তিনি এ বিষয়ে কিছুই জানেন না৷ প্রাক্তন প্রেমিক রহমান শোল অবশ্য সুস্মিতার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করতে চাননি৷ তাঁর কথায়, ‘‘তাঁদের জন্য আনন্দিত হোন না! প্রেম সুন্দর৷ আমি এটুকু বলতে পারি যদি সুস্মিতা কাউকে পছন্দ করেন তাহলে তিনি সত্যিই তাঁর যোগ্য৷’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lalit Modi and Sushmita Sen: প্রেমবার্তায় সুস্মিতার প্যারোডি অ্যাকাউন্টে ট্যাগ! সম্পর্কের আনন্দে ললিত মোদি অত্যন্ত ‘রোমাঞ্চিত’, মত নেটদুনিয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল