TRENDING:

Laapataa Ladies Out of Oscar: স্বপ্ন শেষ, অস্কার থেকে ছিটকে গেল আমিরের লাপতা লেডিজ, কেন এমন ছবি পাঠান? উঠল প্রশ্ন

Last Updated:

ভারতীয় সিনেপ্রেমীরা হতাশ। ‘লাপাতা লেডিজ’কে নিয়ে আশায় বুক বাঁধছিল গোটা দেশ। গোড়াতেই এভাবে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন মানছে না অনেকের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউইয়র্ক: অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’। আমির খান প্রযোজিত, কিরণ রাও পরিচালিত এই ছবি ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার’ ক্যাটেগরিতে নমিনেশন পেয়েছিল। মঙ্গলবার শর্টলিস্ট ঘোষণা করে ‘দ্য অ্যাকাডেমি’। তাতে ঠাঁই হয়নি ‘লাপাতা লেডিজ’ (আন্তর্জাতিক দর্শকদের জন্য ছবির নাম বদলে রাখা হয়েছিল ‘লস্ট লেডিজ’)-এর।
News18
News18
advertisement

ভারতীয় সিনেপ্রেমীরা হতাশ। ‘লাপাতা লেডিজ’কে নিয়ে আশায় বুক বাঁধছিল গোটা দেশ। গোড়াতেই এভাবে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন মানছে না অনেকের। হতাশ গ্র্যামী জয়ী রিকি কেজ-ও। তবে তাঁর মতে, ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার জন্য ‘লাপাতা লেডিজ’-কে পাঠানো ঠিক হয়নি। এটা “ভুল পছন্দ” ছিল।

আরও পড়ুনCelebrity Gossip New: সামান্থার চোখের জল ফেলে কি সুখী হবেন নাগা-শোবিতা? বিয়ের ১০ দিনের মধ্যেই নবদম্পতির মধ্যে বিরাট কলহ, গোপন কথা ফাঁস

advertisement

এক্স প্ল্যাটফর্মে রিকি কেজ লিখেছেন, “তাহলে, অস্কারের শর্টলিস্ট ঘোষণা করল @TheAcademy। ‘লাপাতা লেডিজ’ খুব ভাল ছবি। যত্ন নিয়ে বানানো হয়েছে। বিনোদনমূলক সিনেমা (আমি উপভোগ করেছি)। কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে এই ছবি পাঠানোটা ভারতের ভুল। প্রত্যাশা মতোই হেরে গিয়েছে। আমরা কবে বুঝব…বছরের পর বছর…আমরা ভুল ছবি নির্বাচন করে চলেছি। এত ভাল ভাল সব সিনেমা তৈরি হয় যে আমাদের প্রতি বছর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জেতা উচিত।”

advertisement

কেন ‘লাপাতা লেডিজ’কে পাঠানো ভুল হয়েছে? তার ব্যাখ্যাও দিয়েছেন রিকি কেজ। তিনি লিখেছেন, “দুঃখের কথা হল, আমরা ‘মেইনস্ট্রিম বলিউড’ বুদবুদের মধ্যে বাস করি। এমন সিনেমার দিকেই আমাদের নজর যায় যেগুলো নিজেদের বিনোদনমূলক মনে হয়। কিন্তু আমাদের উচিত এমন সিনেমার খোঁজ করা যা তৈরি করতে গিয়ে চলচ্চিত্র নির্মাতারা কোনও আপোষ করেননি…সেটা কম বাজেটের হোক কিংবা বড় বাজেটের, তারকা থাকুক বা না থাকুক…চমৎকার শিল্পধর্মী সিনেমা বাছতে হবে। নীচে ‘লাপা লেডিজ’-এর পোস্টার রইল। আমি নিশ্চিত, অ্যাকাডেমির বেশিরভাগ ভোটাররা শুধু পোস্টার দেখেই সিনেমা বাতিল করে দিয়েছেন।”

advertisement

আরও পড়ুনZakir Hussain Personal Life: অসংখ্য মহিলার হৃদয়ে দোলা দিতেন, জাকির হোসেনের ঘরণী কে জানেন? ২ মেয়ের কেউই হাঁটেননি বাবার রাস্তায়, কী করেন তারা

শর্টলিস্টে ৮৫টি দেশের ১৫টি ছবি জায়গা পেয়েছে। এবার পরবর্তী রাউন্ডের ভোটিং হবে। ‘লাপাতা লেডিজ’ ছিটকে গেলেও হিন্দি ভাষার একটি ছবি ঠাঁই পেয়েছে শর্টলিস্টে। যুক্তরাজ্যে তৈরি এই ছবিটির নাম ‘সন্তোষ’।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুপার ডুপার হিট ‘অ্যানিমাল’, জাতীয় পুরস্কার জয়ী মালয়লাম ছবি ‘আট্টাম’, কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত করা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর মতো সেরা ২৯টি ছবির মধ্যে থেকে ‘লাপাতা লেডিজ’-কে বেছে নেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ছবির ব্যাপক প্রচার চালাচ্ছেন আমির এবং কিরণ। বেশ কিছু স্পেশাল স্ক্রিনিংয়েরও আয়োজন করেছেন তাঁরা।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Laapataa Ladies Out of Oscar: স্বপ্ন শেষ, অস্কার থেকে ছিটকে গেল আমিরের লাপতা লেডিজ, কেন এমন ছবি পাঠান? উঠল প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল