ভারতীয় সিনেপ্রেমীরা হতাশ। ‘লাপাতা লেডিজ’কে নিয়ে আশায় বুক বাঁধছিল গোটা দেশ। গোড়াতেই এভাবে ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই মন মানছে না অনেকের। হতাশ গ্র্যামী জয়ী রিকি কেজ-ও। তবে তাঁর মতে, ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার জন্য ‘লাপাতা লেডিজ’-কে পাঠানো ঠিক হয়নি। এটা “ভুল পছন্দ” ছিল।
advertisement
এক্স প্ল্যাটফর্মে রিকি কেজ লিখেছেন, “তাহলে, অস্কারের শর্টলিস্ট ঘোষণা করল @TheAcademy। ‘লাপাতা লেডিজ’ খুব ভাল ছবি। যত্ন নিয়ে বানানো হয়েছে। বিনোদনমূলক সিনেমা (আমি উপভোগ করেছি)। কিন্তু বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে এই ছবি পাঠানোটা ভারতের ভুল। প্রত্যাশা মতোই হেরে গিয়েছে। আমরা কবে বুঝব…বছরের পর বছর…আমরা ভুল ছবি নির্বাচন করে চলেছি। এত ভাল ভাল সব সিনেমা তৈরি হয় যে আমাদের প্রতি বছর ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে জেতা উচিত।”
কেন ‘লাপাতা লেডিজ’কে পাঠানো ভুল হয়েছে? তার ব্যাখ্যাও দিয়েছেন রিকি কেজ। তিনি লিখেছেন, “দুঃখের কথা হল, আমরা ‘মেইনস্ট্রিম বলিউড’ বুদবুদের মধ্যে বাস করি। এমন সিনেমার দিকেই আমাদের নজর যায় যেগুলো নিজেদের বিনোদনমূলক মনে হয়। কিন্তু আমাদের উচিত এমন সিনেমার খোঁজ করা যা তৈরি করতে গিয়ে চলচ্চিত্র নির্মাতারা কোনও আপোষ করেননি…সেটা কম বাজেটের হোক কিংবা বড় বাজেটের, তারকা থাকুক বা না থাকুক…চমৎকার শিল্পধর্মী সিনেমা বাছতে হবে। নীচে ‘লাপা লেডিজ’-এর পোস্টার রইল। আমি নিশ্চিত, অ্যাকাডেমির বেশিরভাগ ভোটাররা শুধু পোস্টার দেখেই সিনেমা বাতিল করে দিয়েছেন।”
শর্টলিস্টে ৮৫টি দেশের ১৫টি ছবি জায়গা পেয়েছে। এবার পরবর্তী রাউন্ডের ভোটিং হবে। ‘লাপাতা লেডিজ’ ছিটকে গেলেও হিন্দি ভাষার একটি ছবি ঠাঁই পেয়েছে শর্টলিস্টে। যুক্তরাজ্যে তৈরি এই ছবিটির নাম ‘সন্তোষ’।
সুপার ডুপার হিট ‘অ্যানিমাল’, জাতীয় পুরস্কার জয়ী মালয়লাম ছবি ‘আট্টাম’, কান চলচ্চিত্র উৎসবে বাজিমাত করা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’-এর মতো সেরা ২৯টি ছবির মধ্যে থেকে ‘লাপাতা লেডিজ’-কে বেছে নেওয়া হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রে ছবির ব্যাপক প্রচার চালাচ্ছেন আমির এবং কিরণ। বেশ কিছু স্পেশাল স্ক্রিনিংয়েরও আয়োজন করেছেন তাঁরা।