সম্প্রতিছুটি কাটাতে গোয়ায় গিয়েছিলেন কুশা-অনুভব। তবে সেখানেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা সকলের নজরে এসেছে। তবে দু’জনের তরফে এই বিষয়ে কোনও সীলমোহর পড়েনি।
আরও পড়ুন : ভালবাসায় মাখামাখি! গায়ে হলুদে খোশ মেজাজে ধরা দিলেন রূপাঞ্জনা-রাতুল, রইল অ্যালবাম
কিন্তু কে এই অনুভব সিং বসসি?
অনুভব সিং বসসি একজন বিখ্যাত জনপ্রিয় স্ট্যান্ড-আপ কমেডিয়ান। যিনি বসসি নামেই পরিচিত। ইনস্টাগ্রামে অনুভবের প্রায় ৩০ লক্ষ ফলোয়ার। আবার ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় ৫০ লক্ষের কাছাকাছি। গত বছর ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ ছবির হাত ধরে ডেবিউ করেন অনুভব। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরকে।
advertisement
কুশা কপিলা এবং জোরাওয়ার অহলুওয়ালিয়ার বিবাহবিচ্ছেদ কবে হল?
এর আগে ২০১৭ সালে জোরাওয়ার অহলুওয়ালিয়ার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন কুশা কপিলা। তবে গত বছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে তাঁরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেই সময় যুগ্ম বিবৃতি জারি কুশা এবং জোরাওয়ার জানান, “আমরা আমাদের সবটা দিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করেছিলাম।” সেই সঙ্গে প্রাক্তন এই দম্পতি এ-ও উল্লেখ করে জানান যে, সম্পর্ক শেষ হয়ে যাওয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাই সেই যন্ত্রণা কাটিয়ে ওঠার জন্য তাঁদের দু’জনেরই সময় লাগবে।
আরও পড়ুন : ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী! গোধূলি লগ্নে চার হাত এক হল রূপাঞ্জনা-রাতুলের
পরে থ্যাঙ্ক ইউ ফর কামিং-এর একটি সাক্ষাৎকারে কুশা জানিয়েছিলেন যে, দুনিয়ার সামনে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ করে তিনি কটাক্ষের শিকার হয়েছেন। সংবাদমাধ্যমকে কুশা বলেছেন, “আমার ব্যক্তিগত খবর দুনিয়ার সঙ্গে ভাগ করে নেওয়ার ফলে আমায় কটাক্ষের শিকার হতে হয়েছে। কিন্তু সেটা নিজের মতো করেই ভাগ করে নিতে পেরেছি, আর তাতেই আমি খুশি। আমার জীবনের কোনও তথ্য কেউ আমার সঙ্গে আলোচনা না করে প্রকাশ্যে আনুন, সেটা আমি চাই না।”
Ok guys, so a very close source has confirmed these two are dating 😍
by inInstaCelebsGossip
কুশা কি অর্জুন কাপুরকে ডেট করেছেন?
জোরাওয়ারের সঙ্গে বিচ্ছেদের পরে শোনা গিয়েছিল, কুশা বলিউড অভিনেতা অর্জুন কাপুরকে ডেট করছেন। যদিও সেই জল্পনায় জল ঢেলে অভিনেত্রী জানিয়েছিলেন যে, “রোজ নিজের বিষয়ে এত ভুলভাল খবর পড়ে আমার নিজের সঙ্গে আরও একবার পরিচয় করতে হবে। প্রতিবার এইসব ভুলভাল তথ্য পড়লেই প্রার্থনা করি, যেন আমার মা এইসব না দেখে ফেলেন।”