মৃণালের ছবিতে শ্যুটিংয়ের একটি স্টিল ছবি তিনি শেয়ার করেছেন৷ ক্যাপশনে লিখেছেন ‘‘এই ছবিটা কয়েক দশক আমাদের বাড়ির দেওয়ালে রয়েছে৷ সবে শুনলাম শ্রীলা আর আমাদের মধ্যে নেই৷ তিনি ছিলেন এক অনবদ্য অভিনেত্রী এবং আমাদের পরিবারের ঘনিষ্ঠ সদস্য৷ এই সংবাদ মেনে নেওয়া খুব কঠিন৷’’
advertisement
প্রসঙ্গত আটের দশকের শুরুতে মৃণালের পরিচালনায় ‘পরশুরাম’ এবং ‘একদিন প্রতিদিন’ ছবির মাধ্যমে অভিনয়ের জগতে আত্মপ্রকাশ শ্রীলার৷ তার পর তিনি অভিনয় করেছেন ‘খারিজ’, ‘খণ্ডহর’, ‘আকালের সন্ধানে’-সহ একাধিক আইকনিক ছবিতে৷ তবে বাংলা এবং হিন্দি দুই ভাষার সিনেমার জগতেই শ্রীলাকে যথাযথ ব্যবহার করা হয়নি৷ সেই আক্ষেপও প্রকাশ করেছেন কুণাল৷ তাঁর পোস্টের প্রেক্ষিতে মন্তব্যের উত্তরে প্রকাশ পেয়েছে ক্ষোভ৷
আরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষার আগেই পছন্দ করেছিলেন মৃণাল, চেনা ছক খারিজ করে প্রতিভার খণ্ডহরে উজ্জ্বল শ্রীলা
কুণাল লিখেছেন, ‘‘আরও অনেকের তুলনায় ভাল ছিলেন তিনি৷ কিন্তু কালো চামড়ার প্রতি আমাদের সম্মিলিত কুসংস্কার তাঁকে তাঁর যথাযোগ্য উচ্চতায় পৌঁছতে দেয়নি৷’’ তাঁর পোস্টে শ্রীলার প্রয়াণে সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীও৷
শনিবার বিকেলে প্রয়াত হন অভিনেত্রী শ্রীলা মজুমদার৷ বিগত ৩ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। গত বছর নভেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেত্রীর। তখন বাড়িতেই ছিলেন অভিনেত্রী। এ বছর ১৩ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত টাটা মেডিক্যাল ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন শ্রীলা। তার পর তাঁকে বাড়িতে নিয়ে আসা হয়। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে চিরঘুমের দেশে পাড়ি দিলেন বাংলার অন্যতম বলিষ্ঠ অভিনেত্রী৷